বাইতুল্লাহর যিয়ারতে যাচ্ছি আজ ............
লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ২৭ জুন, ২০১৩, ১১:৪৩:২৬ সকাল
আল্লাহর ঘর এই গোনাহগারের দু-হাত সর্বশেষ স্পর্শ করেছিল গত এক বছর আগে , তারপর যাবো যাচ্ছি করে কাটিয়ে দিলাম একটি বছর , কাজের ব্যাস্ততা আর কিছুটা অলসতায় ।
আসলে দুনিয়ায় যতদিন থাকবো ব্যাস্ততাও সঙী হয়ে থাকবে ততদিন , তাই এবার নিয়ত করলাম কাবার মালিকের কাছে হাজিরা দেবো ইনশা আল্লাহ্ , ২৬ জুন২০১৩ বূধবার সব প্রস্তুতি সম্পন্ন , হঠাৎ জানতে পারলাম সাউদী আরবের স্বাপ্তাহিক ছুটি বৃহস্পতি-শুক্রবারের পরিবর্তে , শুক্র-শনিবার হরা হয়েছে , তাই বাধ্য হয়ে আজ অফিসে আসতে হলো , আল্লাহ্ পাকের যদি কোন বাধা না থাকে তাহলে অফিস শেষে আজ বিকেলে রওয়ানা হবো কাবার পথে ...............
আজ অফিসে আসলেও মনটা ব্যাকুল হয়ে আছে বাইতুল্লাহর জন্য , যে বাইতুল্লাহ্ একবার দেখে তার মন ব্যাকুল হয়ে তাকে আবার দেখার জন্য , আবার যে দেখে তার হ্রদয়ের আকুতি থাকে আহা ! বারবার যদি দেখতে পেতাম ।
একজন মুমিনের অন্তত এই আকুতি থাকে কাবার মালিকের কাছে জীবনে একবারের জন্য হলেও যেন কালো গিলাফে ঢাকা বাইতুল্লাহর সৌন্দর্য অবলোকন করার যায় ।
(আয় আল্লাহ্ বাইতুল্লাহর যিয়ারত করার জন্য সকল মুমিনকে তুমি তাওফিক দান করো , আমীন ।)
আমার অবস্হান হল কাবার মালিকের প্রিয় হাবিবকে (সাঃ) প্রায় সারে চৌদ্দশত বছর পূবে যেই নগরের মানূষ হাসি মুখে বরন করে নিয়েছিলেন সেই সোনার মদীনায় ।
মদীনা থেকে মক্কা প্রায় ৪০০ কিলোমিটার , সবার কাছে দুআ চাই যেন ভালভাবে ওমরাহ আদায় করতে পারি , কাবার গিলাফ ধরে আমিও দুআ করবো সবার জন্য ।
সময়-সুযোগ হলে ফিরে এসে আবার লিখবো মক্কা-মদনিার কথা ।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন