বাংলাদেশের কালো মেঘ !!!

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ০৩ মার্চ, ২০১৩, ১২:৪২:০৩ দুপুর

চুম্বকের ২ টি মেরু থাকে উত্তর মেরু দক্ষিন মেরু ,এক মেরু থেকে আরেক মেরু সম্পর্নু বিপরীত ,এক মেরু আরেক মেরু কে সম্পূর্ণ বিকর্ষণ করে । বাংলাদেশ নামক দেশ টি আজ চুম্বকের অনুরূপ করে রাখা হচ্ছে । একই জাতি সত্তা কে আজ বিভক্ত করে উত্তর মেরু দক্ষিন মেরু তে রুপান্তরিত করা হয়েছে । প্রত্যেক টা সেক্টরে আজ চুম্বক শিল্প ,শিক্ষা ,প্রশাসন ,আইন সামরিক বাহিনী,খেলাধুলা,এমন কি বিনোদন জগত কোথায় চুম্বকের সংস্পর্শ নাই । এই চুম্বক প্রত্যেক টা সেক্টর কে ঘর্ষণের মাধ্যমে তার সত্তা তে রুপান্তরিত করে নিয়েছে । আজ জাতি হিসাবে আমরা চুম্বক জাতি তে রুপান্তরিত হয়েছি । আমাদের বিভাজন কে তাদের উন্নত হওয়ার যন্ত্রে পরিনত করবে , আর আমরা সুধু তাদের দিকে চেয়ে চেয়ে দেখব আর চিন্তা করব ইশ যন্ত্র টা যদি আমরা হতাম । আমাদের বিবেক গুলো অন্ধ হয়ে গেছে ,আজ আমাদের মগজ গুলো কে চেতনা নাশক দ্বারা অচেতন করে রাখা হয়েছে , তাই সুস্থ চিন্তা করার মত আজ আমরা সুস্থ নই ।

আজ আমাদের দেশের শান্তির পায়েরারা আকাশে উড়ছে না ,সাদা মেঘ গুলো আকাশ থেকে শিলা বৃষ্টি হয়ে পরছে এই উর্বর জমিতে !লাল গোলাপ গুলো দূসর রং ধারণ করেছে !পাখির কিচির মিচির শব্দ গুলো ৭০ ডেসিমলের উপর ,বিরক্তি তে ভরা !আজ সকালের সূর্য এক ভয়ংকর রূপ ধারণ করেছে ,বসন্তের কোকিল যেন কাকের মত করে ডাকছে বরই কর্কশ শুনা যাচ্ছে!সাগরের নীল জলরাশি আর আচরে পরছে না সাগর তীরে.আর আমি যেন আমি তে নেই,বিচিরণ করছি কোনো এক স্বপ্নের জগতে, বরই বিচিত্র এই জগৎ , বিচিত্র এই দেশ !

বিষয়: বিবিধ

১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File