আমি হিন্দি যেই প্রোগ্রাম টা দেখি ওই টা অনেক ভাল । Frustrated

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২৪:১৩ দুপুর

হিন্দি চ্যানেলের প্রতি আসক্ত আজ বাংলার প্রতিটি ঘরের ঘর কন্যারা । আপনি যদি কোন রকম নিষেধ করেন বা কঠোরতা দেখান তবে তারা নতুন নতুন ফন্দী করে তবুও তাদের কাঙ্ক্ষিত চ্যানেল দেখা থেকে বিরত থাকবে না । আর কোন রমণী যদি ও অতি কষ্টে তার এই খারাপ ইচ্ছা থেকে নিজেকে বিরত রাখে, কিন্তু তার আশে পাশের মানুষ গুলোর কারণে সেই ইচ্ছাকে বেশি দিন ধরে রাখতে পারে না। যারা এই সব চ্যানেল গুলো দেখে তারা সব সময় চেষ্টায় থাকে তাদের দল ভারী করতে। কেউ আবার তার স্বামীকে ফটিয়ে ওই চ্যানেলের প্রতি আসক্ত করার চেষ্টায় তাদের সর্ব শক্তি নিয়জিত করে থাকে। আর সেই বেকুব পরুষ গুলো ও তাদের ঝালে সুন্দর ভাবে ধরা দে ।

আর আপনি যদি কোন নারী কে জিজ্ঞেস করেন আপনি হিন্দি চ্যানেল দেখেন কেন ? তার উত্তর গুলো হবে

১. আমিও তো বেশি চ্যানেল দেখি না মাত্র একটা চ্যানেল দেখি ।

২. আমি যেই প্রোগ্রাম টা দেখি ওই টা অনেক ভাল

৩. আমি মাত্র দুই টা সিরিয়াল দেখি ।

৪. আমার সিরিয়াল গুলো তে কোন কুটনামী হয় না ।

৫. বাংলাদেশে ভাল কোন নাটক হয় না বলে দেখি ।

৬. বাংলাদেশে নাটকে যে হারে বিজ্ঞাপন দেয় নাটক না দেখে বিজ্ঞাপন ই দেখা লাগে ।

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File