তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকার সময় শেষ ।

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩৮:৩০ রাত

আমাদের বিবেক কে জাগ্রত করার এখনি সময় হয়ছে । এখনি যদি আমরা সজাগ না হই আমাদের সব শেষ হয়ে যাবে , এক সুনামির মত সব লন্ড বন্ড হয়ে যাবে তখন আমাদের আপসুস করা ছাড়া আর কিছুই থাকবে না । আমাদের নিয়ে এক বিশাল খেলা চলছে, যে খেলা শুরু টাও আমরা দেখেও না দেখার বান করে আছি এবং শেষ টাও দেখেও করার কিছু থাকবে না । আমাদের তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকার সময় শেষ । দয়া করে চিন্তার প্রসার বাড়ান ,এক মুখী চিন্তা না করে নিরপক্ষ হয়ে চিন্তা টাকে প্রসারিত করেন না হয় বড্ড দেরী করে ফেলবেন । আমাদের এই দেশ বাংলাদেশ আমরা সবাই একই দেশের নাগরিক আমাদের মতের ভিন্ন তা থাকতে পারে কিন্তু তা বলে আমরা এক জনের বিরুদ্ধে আরেক জন লড়াই করব তা হতে পারে না । আমরা চাই আমাদের দেশে সবাই কাধে কাধ মিলিয়ে মিলেমিশে উন্নতির শিকড়ে নিয়ে যেতে । স্বপ্ন কে ভেঙ্গে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না , স্বপ্ন ভেঙ্গে যাওয়ার কষ্ট আমরা কেউ সই তে পারব না । সুনামি যখন আসবে পূর্বাবাস ছাড়া আসবে তখন আর কিছু করার থাকবে না ।

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File