সিমির কোরআনের আলোকে ভাবনা-২
লিখেছেন লিখেছেন উম্মু রাইশা ২৯ জুলাই, ২০১৩, ০৯:১৩:২০ সকাল
নামাজের জন্য আসুন... আযানের আহবান শুনে সিমি কম্পিউটারে। আস্তে আস্তে তার মাথায় চিন্তায় ভর করে। ইবাদাতের ফিজিক্যাল ব্যাপারগুলি উপেক্ষা করা যায়না।তা কি ঠিকমত করা হয়? সিমি শুনেছে মাটিতে মাথা রাখলে ডিটক্স হয় অর্থাৎ শরীর থেকে খারাপ আয়ন গুলি মাটিতে চলে যায়। কিন্তু আমরা কি মাটিতে মাথা দেই সেজদার সময়? আমরা দেই কংক্রীটে বা কা্র্পেটে। আমাদের নামাজগুলি তাই আমাদের জন্য রহমা হয়ে আসেনা।
ইসলামে বলা হয় রাগ দমানোর জন্য। অথচ কিভাবে দমন করা হবে তা কেউ বলেনা। আমরা যদি প্রতিদিন ফাষ্ট ফুড খাই আমাদের রাগ দমন না হয়ে দিনদিন বেড়ে যাবে।যতই আল্লাহ আল্লাহ করিনা কেন আল্লাহ সুন্নাহের বাইরে যাননা। হালাকাতে সিমি কোরআনের আয়াতে পড়ছিল যে তোমরা হালাল আর ভাল খাবার খাও।তাইয়িব মানে ভাল। সবাই হালাল খাবার দেখে, ভাল কয়জন দেখে। তাই কি আজ মুসলিমদের এত খারাপ সময় যাচ্ছে?
সিমি বোকার মত ভাবতে থাকে স্কলাররা রাগের কুফল,ডিপ্রেশনের কুফল নিয়ে এত এত কথা না বলে শুধু সঠিক খাবারের দিকে মুসলিমদের মনোযোগ ঘুরিয়ে দেয় তাহলে অনেক সমস্যা এমনিতে ভাল হয়ে যাবে। মন খারাপ লাগছে, আল্লাহকে ডেকে সাথে একটি কলা ,গরম মসলা (তেজপাতা)খেলে মন খারাপ অনেকটাই ভাল হয়ে যাবে।রাসুল(সঃ)এর খাদ্যাভাসটি রপ্ত করলেই অনেক মানসিক কষ্ট দূর হয়ে যাবে।
এরকম ভাবে বলে সবাই তাকে বোকা মনে করে। অনেকেই আবার বলে আমরা কত ব্লেসিংয়ের মধ্যে আছি। এসি রুম, মাইক্রোওয়েভে খাবার গরম করা, ফেসবুকে বিনোদন, জ্ঞান অর্জনের জন্য অনলাইনের সুযোগ ইত্যাদি ইত্যাদি। আসলে এর প্রতিটাই মানুষের জন্য খারাপ।সিমি শুধু মাইক্রোওয়েভ খাবারের সমস্যা ই বললে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। মাইক্রোওয়েভে নাকি খাবারের জেনেটিক ষ্ট্রাকচার এমনভাবে বদলে যায় শরীর তা আর খাবার বলে চিনতে পারেনা। সেজন্য ঠিকমত প্রসেস করতে পারেনা।
আল্লাহ রাতকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য, অথচ মানুষ তা আর এখন করেনা, এজন্য তার জৈব কার্যাবলীর ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব কারনে কেন জানি মনে হয় সে আগের শান্তি আর পাওয়া যায়না।
সিমি এখন তার বোকাচিন্তা গুলি নিয়েই থাক। সমানে আরো বোকা চিন্তা আসলে তা শেয়ার করা যাবে।
বিষয়: বিবিধ
২১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন