স্পেশাল নীড বাচ্চা যেন শুধু আল্লাহর আশির্বাদ.....।
লিখেছেন লিখেছেন উম্মু রাইশা ০৩ মার্চ, ২০১৪, ০২:৫৩:৫০ রাত
বাচ্চাটা এরকম কেন হল?
আরে বুঝছনা, মা সারাদিন কথা বলেনা, কম্পিউটারে থাকে।
ডাক্তার বলেছে অটিষ্টিক।
হবেনা মারই দোষ
মাবাবা নিশ্চয় অনেক বড় কোনো গুনাহের কাজ করছিল, নাহলে এমন বাচ্চা হয়না স হজে।
সীমা বুঝতে পারছিলনা একথাগুলি কি সঠিক না ভুল বা সীমার যেসব বন্ধুরা এরকম বাচ্চার মা বাবা তারাও এরকম প্রশ্নের উত্তর খুজে ফেরে।তাদের সমস্ত অন্তর জুড়ে সীমাহীন ডিপ্রেশান। কোরানের বানী যে তোমরা তাই পাও যা তোমরা অর্জন কর এটা কি তাহলে সীমার জন্যই। একসময় না একসময় মনে হয় পাপ ত আমরা সবাই করি, এখন যদি তওবা করি আল্লাহ নিশ্চয় মাফ করে দিবেন।
তওবা করলে কি স্পেশাল নীড বাচ্চা ভাল হয়ে যায়, না তা হয়না, তার মানে এটা পাপের ফসল না। আর এ চিন্তা টা করলে বাচ্চার কোনো উপকার হয়না, উল্টা মাবাবার জীবন কঠিন হয়ে যায়। আর আল্লাহ কখনো একের পাপে অন্যকে শাস্তি দেননা,আপনার পাপে আপনা ছেলে কেন কষ্ট পাবে?
এরপর শুরু হয় সংগী সিলেকশান। আপনি চান বা না চান খারাপ সংগীগুলি বাদ হয়ে যায় এত কঠিন সময়, আপনার এমনকি কঠিন কিয়ামতের কথাও মনে পড়বে যখন আপনার মাবাবাও আপনার কোনো কাজে আসবেনা,দেখবেন আপনি একা এক ধুধু প্রান্তরে, সবাই আপনাকে ফেলে চলে গিয়েছে, আবার নতুন কাউকে পাবেন....বিবি হাজেরার মত।
এরপরই মনে র মধ্যে আসে এটা টেষ্ট, পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন, এ চিন্তাটা আসলে একটু জোর পাওয়া যায় মনে। সীমা তাই ভাবছিল,
কিন্তু আমাকে কেন?
আল্লাহ ঠিকই বুঝতে পেরেছেন। আপনি একজন সাধারন মানুষ, কিন্তু এ বাচ্চাটিই আপনাকে অসাধারন হতে সাহায্য করছে।
আপনি কি জানেননা মুমিনকে সবসময় ইমার্জেনসী অবস্হায় থাকতে হয়। সকালে উঠেই সীমার মনে হয় আমার ছেলের জন্য আমি আর কি করব, কোনটা করলে ওর আরো উন্নতি হবে, ছেলে সারাদিন ভাল থাকবে ত? সারাদিন রাত সতর্ক অবস্হায় থাকতে হবে আপনাকে, রাতে বিশ্রাম নেবেন তাও না......
আল্লাহ বলেছেন অল্পে খুশি থাকতে, আপনি দেখবেন কিভাবে অল্পে খুশী হওয়া শিখাবে সন্তান, একটুখানি আ বা বললেই আপনার মনে হবে ধেই ধেই করে নাচি কারন এক আই শিখাতে হয়ত লেগেছে ছয়মাস, সারাদিন কোনো আর্তচিৎকার না করলে বা রাগারাগি না করলে মনে হবে যেন দুই হাতের মুঠোয় এ দুনিয়াটা......
আপনি হয়ে যাবেন পুরাই গবেষক, কারন কোনটা করলে আপনার ছেলের ভাল হবে তা এমনকি ডাক্তাররাও ভাল বলতে পারবেনা, আপনাকে বের করতে হবে,আপনাকে চুজি হতে হবে, অনেক ডাক্তার আবার একজন পেরেন্টএর কাছ থেকে শুনে আরেকজনের ট্রিটমেন্ট করে...।এসময় কি মনে হয়না বিবি হাজেরার কথা? এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়ে বেড়ালেন শুধু সন্তানের জন্য...
আবার পরকালের কথাও আসে,
আমাদের ছেলে ভাল হয়ে যাবে ইনশাল্লাহ.
যদি না হয়, তাহলে কি আমার ছেলে কিছু পাবেনা এই দুনিয়ায়?
এই দুনিয়ায় না পেলেও পরকালে নিশ্চয় পাবে, পরকালএর কথা আমাদের মনে না থাকলে আমরা টিকতে পারবনা......
এভাবে এই বাচ্চাটি যেন ইমানের বীজটা কে বাড়িয়ে দেয় আর নিজে বেহেশতে যাবার সাথে মাবাবাকেও টানতেই থাকে..........।
সে হাদিসটার কথাই ভাবুন,পাচটা প্রশ্নের জবাব না দিয়ে আপনার জবাব শেষ হবেনা,তা হল আপনার অর্থ, সম্মান,শিক্ষা,যৌবন,সময় কোন কাজে ব্যয় করেছেন। আল্লাহ আপনার প্রশ্নোত্তর আগেই দিয়ে রেখেছেন,তখন হয়ত খুশী চেপে রাখতে না পেরে বলে ফেলবেন,আমার সম্মান, শিক্ষা,যৌবন,সময়,অর্থ সব তোমার দেয়া এই স্পেশাল নেয়ামতের পিছনে ব্যয় করেছি,তুমি তা কবুল কর।
বিষয়: বিবিধ
১৮৩০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রব্বানা মা খালাক্তা হাযা বাত্বিলান...
'
এভাবে এই বাচ্চাটি যেন ইমানের বীজটা কে বাড়িয়ে দেয় আর নিজে বেহেশতে যাবার সাথে মাবাবাকেও টানতেই থাকে..........।'
আল্লাহ আমাদেরকে কত শত উপায় যে হাতের কাছে দিয়েছেন - এ্যাজ ইফ সিম্পলী আকঁড়ে ধরো - এবং জান্নাতি হও। শুধু আমরা গুনাহগার বান্দারা তা ধরতে পারিনা, দ্বিধাদন্ধে থাকি।
আল্লাহ আমাদের বুঝার শক্তি বাড়িয়ে দিক। ধন্যবাদ ভিন্ন ধর্মী লিখার জন্য।
এভাবে এই বাচ্চাটি যেন ইমানের বীজটা কে বাড়িয়ে দেয় আর নিজে বেহেশতে যাবার সাথে মাবাবাকেও টানতেই থাকে..........।
১৬৮৮সালে হিন্দু(ব্রাহ্মন ছিলেন) রাজা সর্বপ্রথম তাদের প্রভূ অর্থাত্ দূর্গার করুনা প্রকাশ করাতে আশির্বাদ শব্দটি আবিষ্কার করেন।তাছাড়া রামচন্দ্র মূলত এই বাক্যটা অতিরিক্ত পরিমানে ব্যবহার করতেন।কৃষ্ঞ ও এটা কম ব্যবহার করেন নি।
অনেক ধন্যবাদ
অনেক দিন পর ব্লগে আপনার লিখা পড়লাম। অনেক ধন্যবাদ
রাইশা আর আখদানের জন্য অনেক অনেক আদর ও দোআ রইলো!
রব্বানা মা খালাক্তা হাযা বাত্বিলান... Praying Praying Prayin
ভীশু আমার মনের কথাটা বলে দিয়েছে।
কি লিখবো বুঝতে পারছিনা।
তবে আশাজাগানিয়া পোষ্টের জন্য ধন্যবাদ রইলো
এবং দোয়া করবো ইনশাআল্লাহ ।
কি লিখবো বুঝতে পারছিনা।
তবে আশাজাগানিয়া পোষ্টের জন্য ধন্যবাদ রইলো
এবং দোয়া করবো ইনশাআল্লাহ ।
আপনি যথেষ্ট ধৈর্য্যশীলা।
প্রশংসার উপযুক্ত শব্দ নেই.........জাযাকাল্লাহু খইর
মন্তব্য করতে লগইন করুন