অনুকাব্যঃ জালাও-পোড়াও

লিখেছেন লিখেছেন বঙ্গ বাবা ১০ ডিসেম্বর, ২০১৩, ০৬:২৯:০০ সন্ধ্যা

জ্বলছে গাড়ি, পুড়ছে মানুষ

ছাড়িয়ে গেছে ত্রাস,

ফুটছে যে বোম,চলছে গুলি

দেশটা করছে গ্রাস...

আজ হরতাল, কাল অবরোধ

বাড়ছে লাশের সারি

দগ্ধ দেহে হাসপাতালে

চলছে আহাজারি...

আজ কি হল? কাল কি হবে?

যাচ্ছে কোথায় দেশ?

ভিনদেশী তারানকো এসে

ফাল পাড়ছে বেশ...

ঝগড়া ফ্যাসাদ চলছে সদা

টলছে না দুই বুড়ি

মাঝখানেতে আমরা বসে

খাচ্ছি যে ডাইল-পুড়ি

সংলাপ সমঝোতার নামে কেটে যায় মাস

মাঝখানেতে মালিক-মজুর সবার সর্বনাশ

রিক্সা করে যাচ্ছি আমি, মুখে ছিল দাড়ি

চেকপোস্টে থামায় বলে, আমি নাকি শিবির করি!!!

"রাজনীতি" এই নামে চলে কোন যে নীতির খেলা?

এই রীতি নীতির ফান্দে আমাদের গেল সারা বেলা।

কোথায় গেল দেশ প্রেম আর কোথায় চেতনা

ফেসবুকেরই ওয়ালে প্যাঁচাই চেতনার ত্যানা।

বিষয়: বিবিধ

২০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File