একটি নির্মম পোস্ট(মিসর) [ভিডিও সহ]
লিখেছেন লিখেছেন বঙ্গ বাবা ০৬ জুলাই, ২০১৩, ১২:২০:৪১ দুপুর
ছোট একটি পোস্ট। দিয়েছিলাম ফেইসবুক ওয়ালে। মনে হল ব্লগেও দিয়ে দেই।
ছবিতে দেখা যাচ্ছে ব্রাদারহুডের এক কর্মী (মাথা মুড়ানো) বিক্ষোভকারীদের সাথে এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে আর্মিদের ছোড়া বুলেটে তিনি মাথায় গুলিবিদ্ধ হন এবং মৃত্যুর মুখে ঢলে পড়েন।
দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে রাজপথে তাঁর নিথর দেহ পড়ে আছে।
ঘটনাটির সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন এই লিংকে
এই দৃশ্য শুধু এক ভাইয়ের ক্ষেত্রে নয়, ইসলাম রক্ষার এই আন্দোলনে হাজারো নারী পুরুষ এভাবেই মিশরে নির্যাতিত হচ্ছে।
প্রত্যক্ষ আন্দোলনে সামিল হতে না পারলেও অন্তত তাহাজ্জুদে অশ্রু জল তো বিসর্জন করতে পারি এসব ভাইদের জন্য!!!!
#মিশরে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে #মুরসি বাহিনীর লাশের সংখ্যা।
#তাহ্রিরস্কয়ার এ পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষিতার সংখ্যা। হিউম্যান রাইটস ওয়াচ এর বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত ধর্ষিতা হয়েছে ১৬০ নারী।
এদের মতে মুরসি নাকি ইসলামিকরণ করতে চেয়েছিল যা নারীদের স্বাধীনতা দেয় না। এখন বুঝো স্বাধীনতা কি জিনিস???
হায়রে মাবুদ। এইসব অত্যাধুনিক পাশ্চাত্যনুকরণকারীরা নাকি মুরসির "অপশাসনের" বিরুদ্ধে আন্দোলন করে। এরা তাহলে কিসের শাসন চায়।
বিষয়: বিবিধ
১৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন