"তাঁরেই খুঁজি"

লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ২৯ মার্চ, ২০১৩, ০১:৫৩:২০ দুপুর

গভীর রাতে আলোয় ভরা চাঁদ-তারাদের মাঝে,

খুঁজে ফিরি আমার রবকে সৃষ্টির কারুকাজে।

চাঁদের কাছে প্রশ্ন করি আমার প্রভূ কোথা?

অস্তগামী সূর্য যেথায় সিজদা করে, সেথা?

দক্ষিণা বাতাস, উদাসী হাওয়া যায় যখনি বয়ে,

সূধাই তারে, যাবে আমায় প্রভূর কাছে নিয়ে?

ভালোবাসার কেন্দ্র তিনিই হৃদয় দিয়েই বুঝি,

আকাশ-জমিন, পাহাড়, নদী সবখানে তাঁরে খুঁজি।

কান্ড দেখে আরশ থেকে কন প্রভূ মোর হেসে,

বান্দী আমার! এইযে আমি, এইতো তোমার পাশে!

আগেও ছিলাম, এখনো আছি, থাকিও সকাল-সাঁঝে,

খুঁজে দেখ এইতো আমি, তোমার হৃদয়মাঝে!!

আমায় তুমি বাসলে ভালো কুরআন-হাদীস পড়,

নবীর অনুসারী হয়ে তাঁর চলা পথ ধরো।

তবেই তুমি আমায় পাবে দু'জাহানের তরে,

সবুর কর, দেখা হবে জান্নাতেরই ঘরে।।

(বিঃদ্রঃ অনুমতি ছাড়া শেয়ার বা কপি না করার বিনীত অনুরোধ রইল।)

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File