ফরিয়াদ শোন প্রভূ!

লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ১৬ জুলাই, ২০১৩, ০২:১১:৪৭ দুপুর

আমরা তো প্রভূ তোমারই বান্দা

তোমার বিশ্বাস করি,

তবুও আজ সারা দুনিয়ায়

মোরা মার খেয়ে মরি!!

'

শাসক গোষ্ঠী তোমায় ভুলেছে

কুরআন দিয়েছে ছেড়ে,

তাই বলে কি শাস্তি দেবে আমাদের

ঠেলে দেবে তুমি দূরে!!

'

সারা দুনিয়ায় আজ মজলুম মোরা

তুমি চেয়ে চেয়ে দেখো,

মুসলিম জাতীর এই অধঃপতনেও

কেন চুপ করে থাকো!!!

'

জানি প্রভূ যেদিন কুরআন-সুন্নাহ,

সাইফ, ছেড়েছে জাতী,

সেদিন থেকেই পেয়েছে যিল্লতি

হারিয়ে হেরার জ্যোতি।

'

গোলামের শিকল পড়ে আজ গভীর ঘুমে

আচ্ছন্ন এই জাতী,

মার খায় তবু হয়না শিক্ষা

বুঝেনা নিজের ক্ষতি!

'

জানি প্রভূ সব জানি, মোরা শত অপরাধী মানি,

কিন্তু মোরা তো তোমারই বান্দা! শুনবেনা তবু ফরিয়াদ!

নাই যদি জাগে এই জাত,

কিই বা লাভ এলে মাহে রমজান,

কিই বা লাভ দিলে শবে বারাত!

'

এই রমজানে ফরিয়াদ করি

প্রভূ, ফিরিয়ে দিওনা মোরে,

পথভোলা জাতীরে আবার জাগাও

সত্য দ্বীনের তরে।। Praying Praying Praying

'

'

'

বিষয়: বিবিধ

১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File