Rose Love Struck ব্লগবাড়িতে এলেন যারা।। Love Struck Rose

লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ২২ জুন, ২০১৩, ০২:০৭:৩৪ রাত

আমি যখন টুডেতে এলাম,

লিখার নিয়্যাত করি,

ঘুরতে এলেন অনেক ব্লগার

অধমের ব্লগবাড়ি। Happy Rose

'

এলেন ফাতিমা, আরোহী, রাইহান,

আফরোজা হাসান,

ইসহাক ভাই বললেন এসে

মাই নেম ইজ খান! Tongue Love Struck

'

গন্ধসূধা, রোদের আলো,

জোছনার আলো নিয়ে,

ঘুরে গেলেন সাদিয়া মুকিম

শুভকামনা দিয়ে। Love Struck Love Struck

'

উম্মু রাইশা, শুকনো পাতা,

ইক্লিপ্স এলেন আরো,

আরো এল ছোট্ট নুহেরি,

বয়স তাহার বারো। Love Struck Love Struck

'

এলেন নিমু, আকবার, তাজরি,

এলেন চোখাবাজ ও,

পেঁয়াজু খাওয়াতে এলেন সাথে মোল্লা দো পেঁয়াজো! Tongue Big Grin

'

ভিশু এলেন, তানিন এলেন,

এলেন ধ্রুব নীল,

হাসাতে এল দুষ্টু পোলা,

এলেন আবাবিল। Happy Love Struck

'

রাবেয়া রোশনী, আবু জারীর,

হাবিবুর রহমান,

শুভ্র কবুতর নিয়ে এলেন দ্য স্লেভ, লোকমান। Happy Love Struck

'

আবু সামীহা, ইবনে হাশেম,

আবু সাইফ চাচা,

দেখে গেলেন আমার ব্লগীয় উঠোনের

নড়বড়ে বাঁশের মাচা! Tongue Love Struck

'

হঠাত্‍ একদিন ঘুরতে এলেন

প্যারিস থেকে আমি,

কুয়েত থেকে এলেন মহুয়া,

মুহছিনা খান মামী! Love Struck Tongue

'

এলেন তরিকুল, নুরুল্লাহ ভাই,

এলেন শেখের পোলা,

নীলীমা, শফিক, শহর ইয়ার,

কাউকে কি যায় ভোলা! Happy Love Struck

'

এলেন আহমদ, বান্দা, শিলা,

নিয়ে ঝিঙে ফুল,

নীলসালু নাকি উড়ায় বালু

বলল কুশপুতুল! Big Grin Tongue

'

সবার জন্য শুভকামনা রইল

সাথে অনেক ভালোবাসা,

আশা করি ভবিষ্যতেও আসবেন,

বন্ধ হবেনা আসা।।

Love Struck Love Struck Love Struck Rose Rose Rose

(আজ পর্য্ন্ত যারা যারা এই অধমের ব্লগে ঘুরতে এসে মন্তব্য করে উপস্থিতি জানান দিয়ে গেছেন, তাঁদেরকে নিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা। Love Struck Love Struck

কেউ বাদ পড়ে থাকলে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন। Sad Sad Rose Rose)

বিষয়: বিবিধ

৩০১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287803
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
কাহাফ লিখেছেন :

কাব্যের নান্দনিকতায় অনেক ব্লগার কে এক আয়োজনে নিয়ে আসায় অনেক ধন্যবাদ আপনাকে!! Thumbs Up Thumbs Up Rose Rose
287822
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১০
ছালসাবিল লিখেছেন : আপু, ক্ষমা করতে পারলাম না। Sad আমরা কোথায় Crying
নতুন বলে কি আমাদের কোন সম্মান নাই Crying Sad

মন খারাপ কোরে চোলে গেলাম Sad
তবে এই নেন আমার পক্ষথেকে Rose Rose সাথে ফ্রি Time Out Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File