বন্ধন

লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ২৮ মে, ২০১৩, ১১:২১:১১ রাত

সে যে শুধু স্বামী নয়

সে যে সহচর, জীবনসঙ্গী, সহধর্মী;

সে যে বন্ধু আমার, প্রেমের আধার,

জীবনের সুখে-দুঃখে সহমর্মী!

সে যে বটবৃক্ষের ছায়া হয়

আমায় ঘিরে রাখে,

রৌদ্রের যত তাপ নিজ গায়ে মাখে!

ঝড় তুফানে সে ছাতা হয়

আমায় ঢাকে,

কষ্ট শুধু তার হোক, তবু আমি যেন থাকি নিরাপদ,

ভাবনাতে থাকে!

আমি তারে অপলক দেখি আর ভাবি,

এ কি বিস্ময়কর বন্ধন!

ছোট্ট এক 'কবুল' এর জোরে

এক অচেনা মানুষ হয়

এত কাছের! এত আপন!

ক্লান্ত হয়ে যায় আঁখি মোর

তবু তারে দেখি

ফেরাতে পারিনা দৃষ্টি,

সে আমার প্রাণের প্রিয়

ভালোবাসার ধন

স্রষ্টার কি যে এক অপরূপ সৃষ্টি!

( উত্‍সর্গঃ আমার জীবনসঙ্গীকে, যদিও আমি এখনো জানিইনা তিনি কে।)

আর সব বড় আপুরা কবিতাটা নিজেরা পড়ার সময় নিজ নিজ স্বামীকে কল্পনা করে পড়ে নেবেন, কেমন!

বিষয়: বিবিধ

১৪৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File