বিচার সুকুমার রায়

লিখেছেন লিখেছেন কাশ ০৪ জুন, ২০১৩, ১০:২৩:১০ রাত

ইঁদুর দেখে মামদো কুকুর বললো তেড়ে হেঁকে-

বলব কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে।

আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা,

আয় না খেলি দুইজনাতে মোকদ্দমা খেলা।

তুই হবি চোর, তোর নামেতে করব নালিশ রুজু-

"জজ কে হবে?" বললে ইঁদুর, বিষম ভয়ে জুজু,

"কোথায় উকিল প্যায়দা পুলিশ, বিচার কিসে হবে?"

মামদো বলে, তাও জানিসনে? শোন বলে দেই তবে।

আমিই হব উকিল হাকিম, আমিই হব জুরি,

কান ধরে তোর বলব, 'ব্যাটা, ফের করেছিস চুরি?'

সটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে-

বুঝবি তখন চোর বাছাধন বিচার বলে কারে।

বিষয়: বিবিধ

১৭০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File