পরম করুনাময় ও মেহেরবান আল্লাহর নামে
লিখেছেন লিখেছেন কাশ ০২ জুন, ২০১৩, ০৬:৫৫:৫২ সকাল
সমস্ত প্রশংসা সেই আল্লাহর
সৃষ্টি সমূহের যিনি প্রভু- প্রতিপালক সবাকার
যিনি পরম দাতা ও দয়াবান অতি,
বিচার দিবসের একমাত্র অধিপতি।
করি তোমার অর্চনা-
চাই সাহায্য তোমার
যাঁচি করুনা তব ওগো সিন্ধু করুনার।
দেখাও মোদের সরল সঠিক পথ
চালাও মোদের সে রাহীদের পথে
যাদের প্রতি তুষ্ট তুমি- যাদের করেছ হেফাজত।
চালিত করোনা- সে পথে মোদেরে
ওগো কৃপাময়
যে পথ ভ্রান্ত, অভিশপ্ত চির অশান্তিময়।
আমিন।
বিষয়: বিবিধ
১৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন