দয়াময় ও মেহেরবান আল্লাহর নামে

লিখেছেন লিখেছেন কাশ ২৮ মে, ২০১৩, ১১:০০:৩১ রাত

তুমি কি দেখ নাই- প্রভু তোমার

করেছেন কেমন যোগ্য ব্যবহার

সে হস্তি ওয়ালাদের সনে?

যারা চেয়েছিল ধ্বংশিতে কাবা

বিপুল আক্রমনে।

তিনি কি করেননি নির্ধারন

সে ধৃষ্টতার পরিনতি

পরিপূর্ন ধ্বংশের মাঝে?

তিনি পাঠিয়েছিলেন

আবাবিল পাখী ঝাকে ঝাকে-

ছিল সুতিখ্ন কঙ্কর তাদের চঞ্চুতে ও নখে

নিক্ষিপ্ত হয়েছিল সে কঙ্কর তাদের উপর অবিরত

এভাবেই তিনি করেছিলেন তাদেরে

ভক্ষিত তৃণের মত।

বিষয়: বিবিধ

১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File