দিন বদলালেও পুলিশ বদলায়নি !

লিখেছেন লিখেছেন এস এম ছাইফুল্লাহ খালেদ ১৭ মার্চ, ২০১৫, ১২:০৭:৪৩ রাত

পুলিশের দায়িত্ব দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা । এই পুলিশ বাহিনীকেই সব সরকারের সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা যায় । অতি উৎসাহী পুলিশ বাহিনী কখনো কখনো সীমা ছাড়িয়ে যায় । প্রতিদিন মিডিয়ার মাধ্যমে পুলিশের হামলা - মামলার ঘটনায় বারবার প্রমাণিত হয় যে , দিন বদলালেও পুলিশ বদলায়নি । পুলিশের দমন-নিপীড়ন মানে সরকারের দমন-নিপীড়ন । পুলিশের কোনো দোষ নেই । পুলিশ ক্ষমতাসীন সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী গোলাম । ক্ষমতাসীন সরকারের মনোভাব পুলিশ প্রশাসনের চেহেরার মাধ্যমে ফুটে ওঠে মাত্র । বাস্তবে পুলিশের এই চেহেরার পরিবর্তন চাইলে , বিচার বিভাগের মতো পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালনে স্বাধীনতা দিতে হবে । অন্যথায় বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ হবে না । সরকারের মনোভাব না বদলালে পুলিশের মনোভাব বদলানো কখনো সম্ভব নয় । সরকারের মনোভাব বদলাবে বা কেন ? প্রত্যেক সরকারই আজীবন ক্ষমতায় থাকার জন্য পাগল । ক্ষমতায় কী এমনে টিকে থাকা যায় ? সরকারের ক্ষমতায় টিকে থাকার নেশার ফলে পুলিশের এ অবস্থা । অপরাধীর বিচার হতে হবে ! সে যেই হউক না কেন । বিচার সবার জন্য সমান হবে । সাধারন মানুষ হউক বা পুলিশ । প্রধানমন্ত্রী হউক বা বিরোধী দলীয় নেত্রী ।

বিষয়: রাজনীতি

৮৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309424
১৭ মার্চ ২০১৫ সকাল ০৮:০৩
হতভাগা লিখেছেন :
309487
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৯
এস এম ছাইফুল্লাহ খালেদ লিখেছেন : ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File