আমার পাঠকদের উদ্দেশ্যে এ সম্মাননা উৎসর্গ করছি।

লিখেছেন লিখেছেন হককথা ৩১ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৭:০৮ রাত



যে কোন স্বীকৃতিই আনন্দের। লেখালেখি করি সেই ছোটকাল থেকে। এ অব্দী প্রায় এক ডজনেরও বেশী বইও প্রকাশ হলো। প্রায় শ তিনেক প্রবন্ধও প্রকাশ হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়। সুস্থভাবে বেঁচে থাকলে এবং আল্লাহ যদি সহায় থাকেন, তা হলে আরও কিছু বই হয়ত অচিরেই প্রকাশ হবে।

লেখালেখি করি একান্তই নিজের মনের খোরাক মেটাতে, আর একটা দায়বদ্ধতা থেকে। আল্লাহ যদি কবুল করেন তা হলেই কেবল স্বার্থক হবে এ লেখালেখি।

সম্প্রতি ঢাকা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স গিল্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তারা অন্যান্য লেখক সাহিত্যিকদের পাশাপাশি আমাকেও প্রবন্ধে মৌলিক অবদানের জন্য একটি সম্মাননা উপহার দিয়েছেন।

আলহামদুলিল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাঠকদের উদ্দেশ্যে এ সম্মাননা উৎসর্গ করছি।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355776
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২৯
সাদাচোখে লিখেছেন : মাশাআল্লাহ্‌। আল্লাহ আপনার লিখাকে - আল্লাহর দ্বীন এর প্রচার ও প্রসারে এবং মানুষের কল্যানে আরো শক্তিশালী করুন।
ধন্যবাদ আপনার আনন্দ আপনার পাঠকদের সাথে শেয়ার করার জন্য।
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১০
295441
হককথা লিখেছেন : আপনাকেঅনেক ধন্যবাদ সময় করে পড়েছেন এবং সুন্দর একটা মন্তব্য করেছেন দোওয়া সহ। আল্লাহ পাক আপনার দোওয়া কবুল করুন, আপনাকে আমাপকে সহ সকলকে তাঁর পথেই পরিচালিত করুন। আমিন।
355780
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩৭
শেখের পোলা লিখেছেন : দেশ ও দশের কল্যানে আপনার মেধা কাজে আসুক৷ ধন্যবাদ৷
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১১
295442
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও আপনার সুন্দর মন্তব্যের জন্য।
355787
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:০১
কাহাফ লিখেছেন : "আল্লাহ যদি কবুল করেন তা হলেই কেবল স্বার্থক হবে এ লেখালেখি।"
নন্দিত এই অনুভূতিই ইনশা আল্লাহ আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে!
অনেক অনেক অভিনন্দন মুহতারাম!
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১২
295443
হককথা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনার দোওয়া কবুল করুন, আপনাকে আমাকেসহ সকলকে তাঁর পথেই পরিচালিত করুন। আমিন।
355900
০১ জানুয়ারি ২০১৬ রাত ০১:১৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
শুভকামনা রইলো।

০১ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৭
295586
হককথা লিখেছেন : ওয়াআলাইকুমুস সালাম। পড়েছেন এবং মন্তব্য করেছেন, এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাজাকাল্লাহ খাইর।
358326
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৪০
অয়ন খান লিখেছেন : আপনার বইয়ের কথা জানতাম না। শুনে ভালো লাগলো। সালাম
০৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৫৭
297260
হককথা লিখেছেন : ওয়াআলাইকুমুস সালাম। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File