জামায়াত নেতা 'আতাউর রহমান ও কিছু কথা । এভাবে আর কতদিন ??
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৪ মার্চ, ২০১৩, ০৯:২৫:৫৫ রাত
আড়াই মাস আগের কথা ।। সেদিন ছিল শুক্রবার ।। দেশের বাইরে আসার ১০ দিন আগের ঘটনা ।।
আমাদের বাসায় এসেছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর '''আতাউর রহমান'''
বর্তমানে যিনি শুধুমাত্র ইসলামি আন্দোলনের আমীর হবার কারণে জালিম সরকারের অত্যাচারের শিকার হয়ে কাশিমপুর কারাগারে বন্দী জীবন যাপন করছেন ।।
বাবার সাথে মেহমান কক্ষে কথা বলছিলেন ।।
বাবার সাথে কথার শেষ পর্জায়ে আমি ওনার সাথে কুশল বিনিময়ের জন্য মেহমান কক্ষে গেলাম ।।
আস্তে আস্তে কথা বললেন আমার সাথে ।। কথার ভাব দেখে অসুস্থতার পরিমাণটা একটু বেশীই মনে হল ।। বাবা বললেন , ওনাকে বিদায় দিয়ে এসো ।।
আমি এমনিও যেতাম বিদায় জানাতে ।।
দোতলার সিঁড়ি বেয়ে নামছেন ধীরে ধীরে তবুও কেন যেন আমার মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবেন ।। তারপরে বাসার মেইন গেট থেকে বেরিয়ে দেখি ওনি মটর সাইকেল নিয়ে এসেছেন ।।
আমি অবাকই হলাম ।। তার মনের জোড় দেখে ।।
আমি তাকে জিজ্ঞাসা করলামঃ আপনি একা কেন ?
তিনি জবাব দিলেনঃ অনেকদিন ধরে বাসা থেকে বের হয়নি, তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে একাই বের হয়েছি ।।
তারপর বললেন, কিছুক্ষণ আগে গেছিলাম নওদাপাড়া বাজারে এক দায়িত্বশীলের সাথে দেখা করতে ।। ওনি চা খেতে বললেন ।।
তার কিছুক্ষণের মধ্যেই দেখি দূরে ডিবির লোক এসে হাজির তাই চা না খেয়েই তাড়াতাড়ি করে তোমাদের বাসায় আমার আসা ।।
ওনার মটর সাইকেলটিকে রাস্তার মুখে ঘুড়াতে কষ্ট হচ্ছিলো তাই আমি তাকে সহযোগিতা ও স্টার্ট দিয়ে দিলাম ।। তারপরে তিনি বিদায় নিলেন ।
পুলিশ গত ১৯ ফেব্র“য়ারি মিথ্যা নাটক সাজিয়ে তাকে ঢাকার কল্যানপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে ।।
আর গতকাল তার কন্যা ডাক্তার জাকিয়া ফারহানা কাশিমপুর কারাগারে আটক তার পিতাকে দেখার জন্য গেলে সেখান থেকে ফেরার পথে র্যাব সদস্যরা তাকে আটক করে।।
ডা: জাকিয়া ফারহানা এক শিশুসন্তানের মা। শিশুটির বয়স এক বছর। শিশুটিকে মায়ের বুকের দুধ খেয়ে বেঁচে থাকতে হয়।।
শিশুর অধিকার আজ বিপন্ন ।।
কোথায় আমাদের তথাকথিত মানবাধিকার কর্মীরা ??
এভাবে আর কতদিন ??
একজন নিরিহ অসুস্থ ব্যাক্তিকে বিনা দোষে জেলে আটক রাখা ।।
একজনকে না পেয়ে ফিল্মি কায়দায় পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তার করা ।।
আমি সহ সবাই আল্লাহর কাছে দোয়া করুন ।।
আল্লাহ যেন আমাদের ইসলামি আন্দোলনের সকলকে এই জালিম সরকারের হাত থেকে হেফাজত করেন ।। আমীন ।।
বিষয়: বিবিধ
২৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন