তাদের মৃত্যুতে কেন আমাদের এই শোক প্রকাশ ??? কেননা এটাই ইসলামের বহির্প্রকাশ....

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২০ মার্চ, ২০১৩, ১১:৩৬:৩৩ রাত



আজ আমাদের বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ।। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ।। প্রথমে তার রুহের মাগফিরাত কামনা করছি ।।

আমাদের যে ভাইয়েরা গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শাহাদাত বরণ করেছেন তারাও মানুষ বর্তমান রাষ্ট্রপতিও মানুষ ।।

এদের যে রক্ত লাল তা জানোয়াররা আঘাতের মাধ্যমে প্রত্যেকবার রাজপথকে রঞ্জিত করে গোটা বিশ্বকে দেখিয়েছে ।।

রাষ্ট্রপতির রক্তের রং কেমন দেখেনি ??

তবে যেহেতু আদম সন্তান তার রক্তও লালই হওয়ারই কথা ।।

এদের মৃত্যুতে তো কেঊ শোক প্রকাশতো দূরের কথা মর্মাহতও হয়না।।

তবে তাদের মৃত্যুতে কেন আমাদের এই শোক প্রকাশ ???

এটাই ইসলামের বহির্প্রকাশ।।

ইসলাম বলে মন্দের জবাব ভালোর মাধ্যমে দাও ।। ওনার মৃত্যুতে বাংলাদেশ একজন তুখড় রাজনীতিবিদকে হারালো।।

'''একটি ঘটনা মনে করিয়ে দিতে চাই ।।

সবাই শোকাহত (নুরুল ইসলামের পরিবার ছাড়া) ! তিনদিনের শোক ঘোষণা আরো কত কি!

লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলামকে কুখ্যাত মুজিববাদী তাহের, তার স্ত্রী নাজমা তাহের, তার ছেলে বিপ্লব-টিপু সহ টুকরো টুকরো করে খুন করে নদীতে ভাসিয়ে দেয়, পরবর্তীতে দ্রুত বিচারে আসামীদের দন্ডিত করা হয়।।

পরে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান খুনী বিপ্লবকে ক্ষমা করে দেয়, যা দেশব্যপী আলোচিত হয়েছিল।।

(নিম্নের অংশটুকু বাশেরকেল্লা পেজ থেকে নেয়া )

তবুও আল্লাহ তাকে জান্নাত বাসি করেন এই দোয়ায় করছি ।।

বিষয়: বিবিধ

১৬০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File