স্মৃতির পাতায় যখন ড.শফিকুল ইসলাম মাসুদ ভাই !!

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১৯ আগস্ট, ২০১৪, ০৫:৩৪:৫০ বিকাল



দিনটি ছিল ২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি, বিকেল বেলা, রাজশাহী মহানগরীর হেতেম খাঁ জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলের বিষয় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক, এস তাহের আহমেদ হত্যা মামলায় আমাদের প্রিয় মাহবুব আলম সালেহী ভাইয়ের নাম অন্যায়ভাবে যুক্ত করার প্রতিবাদে।

আল্লাহু আকবার ধ্বনিতে শুরু হলো সেই মিছিল। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়েছিল নগরীর রাজপথ। এক পর্যায়ে সমাবেশের জন্য মিছিল গিয়ে পৌঁছালো সাহেব বাজার জিরো পয়েন্টে।

সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল আমাদের বর্তমান কারাবন্দী আওয়ামী পুলিশের রিমান্ডের নামে নির্যাতনের শিকার ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের। সবার মধ্যেই টানটান উত্তেজনা বিরাজ করছিলো, চারিদিকে পুলিশের ব্যারিকেড। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সভাপতির বক্তব্য শোনা ও নির্দেশের জন্য। সেই অপেক্ষার প্রহর শেষে ঘোষণা আসলো কেন্দ্রীয় সভাপতি এখন বক্তব্য দিবেন। কি বলবেন মাসুদ ভাই !!

তিনি বক্তব্য শুরু করলেন। বক্তব্য ধীরে ধীরে গতি লাভ করতে লাগলো। তেমনিভাবে ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝেও উত্তেজনার সঞ্চার হতে লাগলো। বক্তব্যের এক মুহুর্তে তিনি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। ওনি বললেন শিবিরের বিরুদ্ধে কিছু করা মানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। তিনি তার পাঁশে দাঁড়িয়ে থাকা সালেহী ভাইকে দেখিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বললেন, আমরা আসামিকে সাথে নিয়েই এসেছি। সাহস-ক্ষমতা থাকলে আপনারা তাকে গ্রেফতার করুন। সত্যিই সেদিন পুলিশ তাকে ধরার সাহস দেখায়নি।

ওনার বক্তব্য সেদিন রাজশাহী নগরীর পুলিশ বাহিনীকে সত্যি সত্যিই ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল। সমাবেশ শেষে আশেপাশের সাধারণ জনগণের মাঝেও দেখা দিয়েছিল মাসুদ ভাইয়ের সেই বক্তব্যের প্রতিক্রিয়া।

ওনার বক্তব্য এতটাই জ্বালাময়ী ছিল যে, মাসুদ ভাইয়ের নামটি শুনলেই ৮ বছর আগের হলেও সেই দৃশ্য চোখের সামনে আজও ভেসে উঠে।

এছাড়াও সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রামে কাছ থেকে দেখেছি ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রান ভাইটিকে।

সর্বশেষ দেখা হয়েছিল ২০১১ সালের ঈদুল ফিতরের দিনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। যেদিন আমি গেছিলাম আমার কারাবন্দী আব্বাকে দেখতে আর ওনি এসেছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর শ্রদ্ধেয় জনাব আতাউর রহমান চাচাকে দেখতে। কথা হয়েছিল সাথে হয়েছিল ঈদের শুভেচ্ছা বিনিময়। সেটাই ছিল সামনা-সামনি শেষ দেখা।

আজ সেই মাসুদ ভাই আওয়ামী পুলিশের রিমান্ডের নামে নির্যাতনের শিকার হয়েছেন।



সবশেষে মহান রাব্বুল আলামীনের কাছে প্রানভরে দোয়া করি আল্লাহ যেন প্রিয় ভাইটিকে হেফাজত করে দ্রুত আমাদের মাঝে আবারো ফিরিয়ে দেন, আমিন...

বিষয়: বিবিধ

৩৫৬৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255972
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৩
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আল্লাহ ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের হেফাজত করুক, জালিমের জুলুমের মোকাবিলায় ঈমানের দৃঢ়তা নিয়ে টিকে থাকার তাওফিক দিক, আমিন।
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:২০
199615
দিগন্তে হাওয়া লিখেছেন : সুম্মা আমিন //
256008
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
ইবনে আহমাদ লিখেছেন : তিনি ভাল বক্তা যেমন তেমন ভাল একজন সংগঠক ও। আল্লাহ তাকে হেফাজত করুন। আমীন।
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:২১
199616
দিগন্তে হাওয়া লিখেছেন : সহমত !! সুম্মা আমিন //
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৭
199865
ইয়াফি লিখেছেন : আপনার বিখ্যাত ধারাবাহিকের ৬ষ্ঠ পর্ব আজো পেলাম না?
256035
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৫
সন্ধাতারা লিখেছেন : Chumma Amin in your dua. Jajakallah.
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
199704
দিগন্তে হাওয়া লিখেছেন : Good Luck Good Luck
256043
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:০৭
সামছুল লিখেছেন : আল্লা চখের পানি আর কতো ঝবে৷
২০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩১
199931
দিগন্তে হাওয়া লিখেছেন : আল্লাহ হেফাজত করুন, আমিন.
256158
২০ আগস্ট ২০১৪ রাত ০১:৫৬
পাহারা লিখেছেন : আল্লাহ তাকে হেফাজত করুন। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File