বীজ থেকে গাছ (ছোটদের জন্য শিক্ষনীয় কার্টুন গল্প, ফার্সি থেকে অনুবাদ)
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৫ জুন, ২০১৪, ১০:১৯:৪০ রাত
অনেক বছর আগের কথা, এক দেশে ছিল এক কৃষক সেই কৃষক একদিন শহরে বিক্রয়ের জন্য বড় একটি বীজের ব্যাগ নিয়ে যাচ্ছিলো।
যাওয়ার পথে হঠাৎ গাড়ীটির চাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা খেল।
তারপরে কি হলো জানো বন্ধুরা !!
অতঃপর ব্যাগের ভেতরের একটি বীজ শুকনো ও গরম মাটিতে পড়ে গেল।
বীজ ভয় পেল !!
এবং নিজে নিজেকেই বললোঃ আমি শুধুই মাটির নিচে নিরাপদ। কিছু সময় পরে একটি গবাদি পশু (গরু) তার উপর দিয়ে পার হতে গিয়ে পা সেটাকে মাটির ভেতরে ঢুকিয়ে দিল।
বীজ বললোঃ আমি তৃষ্ণার্থ, পরিপক্কতা এবং বড় হবার জন্য আমার কিছু পানি প্রয়োজন। ধীরে ধীরে বৃষ্টি শুরু হল।
পরের দিন সকালে বীজে একটি সবুজ কচি ডাল অংকুরিত হল। সারাদিন সুর্যের নিচে বসে থেকে ডালের উচ্চতা বড় থেকে বড় হতে থাকলো।
পরের দিন প্রথম পাতা বের হল। এই পাতা বেশী সুর্যের আলো এবং বড় হতে সাহায্য করলো।
একদিন সন্ধ্যায়, কি হলো জানো বন্ধুরা !!
একটি ক্ষুধার্ত পাখি তাকে খেতে চাইলো। কিন্তু বীজ তার মুল খুব শক্তভাবে মাটির সাথে আটকে রেখেছিল।
অতিবাহিত বছরে বীজ প্রচুর বৃষ্টি পেয়েছিল এবং অনেকটা সময় সুর্যের নিচে বসে থাকার ফলে প্রথমে একটি ছোট গাছ তারপরে বড় একটি গাছে পরিনত হয়েছিল।
এখন তুমি যদি পাহাড় এবং মাঠে যাও শক্তিশালী এবং বড় গাছ দেখতে পাবে এবং সেগুলোতে অনেক বীজ রয়েছে।
শিক্ষনীয় বিষয়ঃ বন্ধুরা বুঝলে তো গাছেরও জীবন আছে। আমরা সবাই মিলে পারিনা আমাদের দেশটাকে সবুজ করতে !! অবশ্যই পারি।
তাই চলোনা পরিবেশ রক্ষার্থে একটি করে হলেও গাছ লাগায় এবং তাদের যত্ন নেয় ...
অনুবাদকঃ কামরুজ্জামান নাবিল
ছাত্র,ইস্ফাহান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইরান
গল্পটি সম্প্রতি বাংলাদেশ ইরান কালচার থেকে প্রকাশিত নিউজ লেটারে প্রকাশিত হয়েছে।
ভাল লাগলে পরিবারের ছোট বাচ্চাদের সাথে শেয়ার করতে ভুলবেন না..
বিষয়: বিবিধ
৩৭৯৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওখানে কি করেন ভাই? আরো তো বিশ্ববিদ্যালয় ছিলো।
পিলাচ পিলাচ পিলাচ পিলাচ....
শেয়ার করলাম। অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন