মুসলিম দেশ বলা কতটা যুক্তিযুক্ত ???

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০৮:৪৭ দুপুর

আমার প্রিয় বাংলাদেশে শতকরা ৯০ভাগ মুসলিম । শামখদুম রহ , শরিয়তুল্লাহ রহ, তিতুমির রহ , সাহাজালাল রহ ইত্যাদি ধর্মিয় ব্যাক্তিদের পদ চারনের ভুমি বাংলাদেশ ।

তা এখন আর কেউ মনে করতে চাইনা ।

অতীতের মত এখনও মুসলমানদের ধর্মিয় বিষয়ের উপর ইসলাম বিদ্বেষীরা আঘাত হেনেছে । কিন্তু এদের বিচারের দায় কে নিবে?

যেহেতু সরকার বিভিন্ন সময় তাদের অবমাননা কারীদের বিচার করেছেন সেহেতু এই দায়িত্ব তাদের উপরই বর্তায় তাইনা ??

যারা ইসলাম , আল্লাহর রাসুল ইত্যাদি বিষয়কে কটাক্ষ করে লেখা প্রকাশ করেছে । তারা তো সকলেরই শত্রু সরকার বলুন আর একজন ইসলাম প্রিয় খেটে খাওয়া মজুরের কথায় বলুন।

যদি বলি শাহাবাগে যারা আন্দোলন করছিলেন তারা অধিকাংশ মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেছেন । তা বললে মনে হয় ভুল হবেনা । কিন্তু তারা ইসলাম কাকে বলে সেটা বুঝেননা । তাদের কেউ শুধু মাত্র জুম্মার নামাজ আর কেউবা শুধু ঈদের নামাজ পড়েন। আর কিছুদিন আগে তো সবাই দেখলেন জানাজার নামাজ আদায় করলেন । তবে নামাজ ঠিক হয়েছে কিনা এ বিষয়ে সবার মাঝেই সন্দেহ আছে।

আর আজ নাকি নিরাপত্তার জন্য মসজিদে মুসল্লিদের ঠুকতে দেয়া হছেনা ।

এই যদি অবস্থা হয় আমাদের তবে এদেশকে মুসলিম দেশ বলা কতটা যুক্তিযুক্ত তা শতকরা ৯০ ভাগ মুসলিম দেশে আবার চিন্তা করতে হবে?????

বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File