তারা যদি বিবাহিত হতো ...... !!

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০১ এপ্রিল, ২০১৪, ১১:০২:৩৬ রাত

প্রায় প্রত্যেক সপ্তাহেই কোন না কোন কিছুর প্রয়োজন পরে, আর তার তাগিদেই বাজারে যাওয়া লাগে। আজও তার ব্যতিক্রম ছিলোনা।

বিকাল বেলা আসর নামাজ পড়ে। বাইরের তাপমাত্রা মাইনাসে তাই পোষাকও সে রকম পড়ে, বাংলাদেশি এক ভাইয়ের সাথে বের হলাম।

ডরমেটরির সামনে মেইন রাস্তা হওয়ায় যে কোন জায়গায় যাওয়ার জন্য ডরমেটরির সামনে বাস/ট্যাক্সির জন্য অপেক্ষা করতে হয়।

তাই করছিলাম...

ইরানে ঈদে নওরুজ হওয়ার কারনে পাঁচ মিনিট পর পর যে বাসগুলো আসতো তা আসছে ১০ মিনিট পরপর। তাই একটু বেশী অপেক্ষা...

অপেক্ষার মাঝেই আমাদের বিশ্ববিদ্যালয়ের তুরস্কের এক মেয়েকে বের হতে দেখলাম। হাতে মোবাইল, কিছুক্ষন পরে হাত, কান থেকে নামতেই মেইন রাস্তার পাশের রাস্তা ধরে হাঁটা শুরু করলো।

দাড়িয়ে পাশের সেই ভাইকে বলছিলাম তেহরানে এক দিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমাদের সামনে দিয়ে এক মেয়েও হেঁটে যাচ্ছিলো।

পাশ দিয়ে এক ট্যাক্সি থেকে এক ছেলে মেয়েটিকে উত্যক্ত করছিল। তারপরে কি ঘটেছিল জানেন ......

তিন মিনিট পরে...

এই ঘটনা শেষ হওয়ার সাথে সাথে আমার চোখ মেইন রাস্তার পাশের সেই রাস্তার দিকে !!

পাশের ভাইটি আমার দিকে তাকিয়ে বললেন, ভাই !!

কি এত পর্যবেক্ষন করছেন??

আমি বললাম কিছু ঘটছে বোধ হয় !!

সেই মেয়ের পাশে হঠাৎ এক ছেলের আবির্ভাব ঘটলো তারপরে সেই ছেলে আর মেয়ে ট্যাক্সিতে আরোহণ করলো।

ততক্ষনে বাজারের বাস আমাদের সামনে এসে থামলো, আমরাও আরোহণ করলাম।

বাজারে পৌঁছে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছি। হঠাৎ চোখের সামনে সেই মেয়ের দেখা। আমি একটু হতভম্ব চোখে।

ভাবনা ছিল ছেলেটা কি তার সাথেই আছে ? আর ছেলেটা কি পরিচিত কোন ছেলে ?

হুম !! সেইও আমাদের বিশ্ববিদ্যালয়ের চীনের একজন ছাত্র।

এক সাথে দুই জন বাজার করছে ...

'' তারা যদি বিবাহিত হতো''

তা ইসলাম সম্মত হতো কিন্তু অবিবাহিত হওয়ায় !!

আল্লাহ আমাদের সকলকে ইসলামের বিধি-নিষেধ মেনে জীবন-যাপনের তাওফিক দিন, আমিন...

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201456
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৮
151294
দিগন্তে হাওয়া লিখেছেন : আপনাকেও ধন্যবাদ //
201500
০২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৭
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
151400
দিগন্তে হাওয়া লিখেছেন : ধন্যবাদGood Luck Good Luck
201834
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যদি মুসলিম প্রধান দেশগুলোতে এসব কুকর্ম না থকতো, কতইনা ভালো হতো।
০২ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫১
151429
দিগন্তে হাওয়া লিখেছেন : আসলেই ভাল হতো !!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File