''মিসর ও মুসলিম ব্রাদারহুড'' দ্বিতীয় পর্বঃ
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ৩০ মার্চ, ২০১৪, ১০:০৪:৩৯ রাত
১৯৫৩ সালের ১৮ জুন মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৯৫৪ সালের এপ্রিলে কর্নেল জামাল আবুদল নাসের (১৯১৮-১৯৭০) নাগিবকে সরিয়ে ক্ষমতা দখল করেন।
১৯৫৬ সালের ২৩ জুন নাসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পরে ১৯৭০ সালের ২৮ সেপ্টেম্বর নাসের মারা গেলে আনোয়ার সাদাত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
১৯৮১ সালের ৬ অক্টোবরে সাদাত নিহত হওয়ার ফলশ্রুতিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হোসনী মোবারক প্রেসিডেন্টের দায়িত্বে আসীন হন।
এভাবে ৩২ বছরের বেশি সময় মিসরকে শাসন করেন স্বৈরশাসক হোসনী মোবারক।
কিন্তু ২০১০ সালের শেষের দিকে আরববিশ্বে শুরু হয় রাজনৈতিক সুনামি। তিউনিসিয়ায় ১৭ ডিসেম্বর গণবিক্ষোভ শুরু হয়। ১৪ জানুয়ারি তিউনিসিয়ার সেই বিপ্লবের রেশ ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের নীলনদের দেশ মিসরেও।
২৫ জানুয়ারি ২০১১ সাড়া জাগানো সরকার বিরোধী গন বিক্ষোভের মুখে ১৮ দিনের ব্যাপক ও তীব্র আন্দোলনের মাথায় ১১ ফেব্রুয়ারি ২০১১ প্রেসিডেন্ট হোসনী মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
সাধিত হয় নীল বিপ্লব। এরপর থেকেই মিসরে রাজনৈতিক সঙ্কটের সূচনা হয়।
চলবে ...
প্রথম পর্ব পড়তে নিচের লিঙ্কে ভ্রমণ করে আসতে পারেনঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2875/knabilbd/41411
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন