রাজাকার ও ইসলাম....
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১৪:১৬ রাত
আমার বাবা ইসলামী আন্দোলনের একজন করমি হওয়ায় আমিও তার পথ ধরে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়াটাই স্বাভাবিক ।
দাওয়াতি কাজ করতে গেলে অনেকে হরেক রকম কথা বলবে এটা বলার অপেক্ষা রাখেনা।
কেউ দাওয়াত তাৎক্ষনিক গ্রহন করবে, কেউ বলবে পরে দেখবো চিন্তা করে দেখি । কেউ দেখে ভয়ে পালায় । আবার কেউবা দোষ-টরুটি বলা শুরু করে ।
একদিন আমাকে সে রকম এক ব্যাক্তি বলল, তুমি রাজাকার,
কেমন রাজাকার??
'''চেতনায় রাজাকার'''।।
আমি তাকে বললাম, এটা কিভাবে হয় ????
আমিতো জন্ম গ্রহণই করেছি ৯০ এর পরে>> ৭১ এর আশে পাশে হলে তাও বলাটা যুক্তিযুক্ত হতো।।
সে বললো, তুমি যেহেতু ইসলামী আন্দোলনের সাথে জড়িত তাই
'''রাজাকার''' আমি তার কথায় অবাক হয়নি বরং হেসে ছিলাম আর তার কথা তাৎক্ষনিক হজম করেছিলাম। পরে বাসায় এসে বললাম,আমার এক ভাই বললো আমি কিছুদিন আগে রাজাকার হয়েছি তুমি এখন হোলে।
এভাবেই কিছু লোক ইসলামের সাথে '''রাজাকার''' শব্দটি জুড়িয়ে দিয়েছে ।
আর এখন শাহাবাগিরা সে কথার উত্তরসুরি হিসাবে কাজ করে যাচ্ছে । তাদের উদ্দেশ্য কোন দল নয় ।
বাংলার মাটি থেকে ইসলামকে সরিয়ে ফেলা ।
যা একটি আকাশ কুশুম কল্পনা বৈ কি ...
( আমার বাবা ইসলামী আন্দোলনের জন্য যতটুকু পেরেছেন কাজ করেছেন এখন তিনি অসুস্হ সবাই তার জন্য দোয়া করবেন যেন জীবনের শেষ দিনটি পরযন্ত ইসলামী আন্দোলনের কাজ আন্জাম দিতে পারেন।
আর আমার জন্যও দোয়া করবেন আমিও যেন আমার বাবার মত হতে পারি)
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন