ঘুরলাম ইরানের হামেদান শহর,আল্লাহ অসীম..।

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৫১:৪৫ বিকাল



গত মাসের প্রথম দিকে ইরানের একটি বিখ্যাত নগরী হামেদান শহর ঘুরলাম, সেখানে যেতে আমাদের পাড়ি দিতে হয় কাজভিন থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ , যেতে সময় লেগেছিল মাত্র ৩.৩০ ঘণ্টা।

নেই কোন জ্যাম, রাস্তার চারপাশ বরফে আচ্ছাদিত , বাস চালক চালাচ্ছেন ১১০ কিলোমিটার বেগে।।

আর আমি সুযোগ পেয়েছিলাম চালকের পাশের সিট টাই তাই খুবই আনন্দে সময় অতিবাহিত করছিলাম। তাই মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করতে ভুল করেনি ।।

তারপর পথে সকালের নাস্তা এক পুয়া দুধ, একটা রুটি, এক কাপ চা আর সাথে বাটার রুটির জন্য, ভালোয় লাগছিল খারাপ না।

অতঃপর পোঁছালাম পৃথিবীর একটা গুরুত্বপুর্ন স্থাপনা আলি সদর গুহা।

তাঁর ভেতর ঢুকে মনে হল আল্লাহ কি না করতে পারেন, তাঁর নিপুন কারুকাজের তুলনা হয়না । সেখানে নৌকাই ভ্রমণ করলাম আল্লাহর সৃষ্টির তারিফ করলাম ।। ঘুহার নিচে এত অপুরুপ সুন্দরজ কল্পনায় করা যায়না ...।।আল্লাহ মহান, আল্লাহ মাহান।।

বিষয়: বিবিধ

২১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File