জেগে উঠার সময় এসেছে...
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৬:২৮ রাত
আমাদের ইসলাম প্রিয় জনগণ বড়ই আজব???
আর কয়েকটা ইসলামি দল ???
গত বছর যখন আমাদের দেশ থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার দূরে
আমেরিকায় মুহাম্মাদ সাঃ কে নিয়ে কটাক্ষ করে '' ইনোসেন্স অফ মুসলিম '' সিনেমা বানানো হল তখন বাংলাদেশে প্রায় সব ইসলামী দল গুলোই মিছিল সমাবেশ করেছে ।।
আর এখন নিজের দেশে ইসলাম , মুহাম্মাদ সাঃ কে নিয়ে ব্লগার রাজিব তথাকথিত নাস্তিক
( তথাকথিত বলার কারন তাকে আমি নাস্তিক বলে নাস্তিক শব্দটিকে কুলসিত করতে চাইনা)
যে লেখা গুলো লিখেছে তা দেখে একটি দল বাদ দিয়ে অন্য দল গুলো কিভাবে চুপে আছে তা আমার জানা নেই ।।
আর সে যেভাবে ইসলাম , মুহাম্মাদ সাঃ কে নিয়ে কটাক্ষ করেছে তা ইনোসেন্স অফ মুসলিম '' সিনেমার চেয়ে কোন অংশেই কম নয় ।
অন্যান্য ইসলামি দল গুলোর উচিৎ হবে বাংলার প্রত্যেক মসজিদ থেকে এদেরকে প্রতিহত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা ।।
নচেৎ ভবিষতে তারা এর চেয়েও মাত্রা ছাড়িয়ে যেতে পারে ।
এ ব্যাপারে আমার সন্দেহ নেই ।।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন