ইরানে বসন্তের আগমন বার্তা বইছে ...
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৮ এপ্রিল, ২০১৩, ০৬:৩৫:৪২ সন্ধ্যা
"তিনিই আল্লাহ! যিনি বায়ু প্রবাহকে মেঘমালায় উন্নীত করেন, মেঘমালাকে মৃত ও শুকনো ভূমিতে পাঠান এবং এর মাধ্যমে মৃত ভূমিকে জীবন্ত সজীব করে তোলেন। পুনরুত্থান দিবসও এ রকমই হবে"
সূরা ফাতির: ৯
কিছুদিন আগের একটি লেখায় ইরানের নতুন বছর বিষয়ে কিছুটা বর্ননা করেছি ।। আজ ইরানের চারিদিকে যে বসন্তের আগমনের বার্তা বইছে সে বিষয়ে লিখবো মনে করছি ।।
ইরানে ঈদে নওরোজের মাধ্যমে নতুন বছরের পাশাপাশি শুরু হয়েছে বসন্ত ঋতু।। ফলে প্রকৃতি সেজেছে নতুন সাজে ।। কিছুদিন আগে চারিদিকে তাকালে চোখে পরতো শুধু বরফের স্তূপ কিন্তু তা আজ সবুজ পত্র-পল্লব মেলে ধরে রসিক মনের নান্দনিক তৃষ্ণা মিটাচ্ছে।।
প্রকৃতি যেন সবকিছু বিলিয়ে দিচ্ছে বসন্তের জন্য ।।
কী অপূর্ব আত্মত্যাগ এই বৃক্ষরাজির!
যা কল্পনা করা যায়না ।। চারিদিকে বসন্তের আগমনের বার্তা ।।
শুরুতে যে আয়াত বলেছি তার মধ্যমে বুঝা যাচ্ছে , সবকিছুর উপরই আল্লাহ ক্ষমতাবান এবং তিনি যে মৃতকে জীবন দান করতে পারেন- সে বার্তাই নিয়ে আসে বসন্ত।।
চিরায়ত সুন্দর, ভালোবাসা আর নব-যৌবনের প্রতীক এ বসন্ত ।। বাংলা কবিতা জগতে বলা হয়ে থাকে
‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’
কিন্তু ইরানে বসন্তের সূচনায় ফুল ফোটেনি এমনটা কখনো দেখা যায়নি।। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর জন্য ইরানের প্রকৃতিরাজ্যে পরিবর্তন শুরু হয় শীতের শুরু থেকেই।।
সমগ্র ইরান জুড়ে আজ ফুটেছে হরেক রকমের ফুল যা চোখে না দেখলে বিশ্বাসই হবে না তা কতটা নয়নাভিরাম ।।
''তাহারেই পড়ে মনে'' কবিতায়
বেগম সুফিয়া কামাল বসন্ত নিয়ে বলেছেনঃ
হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
“দখিন দুয়ার গেছে খুলি?
বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”
“এখনো দেখনি তুমি?” কহিলাম “কেন কবি আজ
এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”
কহিল সে সুদূরে চাহিয়া-
“অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? -শুনি নাই,রাখিনি সন্ধান।”
যেদিকেই তাকানো যায়, যতোদূর যায় দু'চোখ- শূভ্রতার চোখ ধাঁধাঁনো ঔজ্জ্বল্যে ভরে যায় মন।।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নুয়ে পড়ে বিশ্বাসী আত্মা ।। সবই মহান আল্লাহর সূন্দর্জের প্রতীক আমাদের সামনে উপস্থাপন করে ।।
বিদ্রঃ উপরের ছবি গুলো লালেহ পার্ক, তেহরান থেকে তোলা ।।
বিষয়: বিবিধ
১৬৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন