সাঈদির চাঁদে যাবার বিষয়ে চুপ কেন জামাত শিবির

লিখেছেন লিখেছেন গঞ্জিকা সেবক ০৫ মার্চ, ২০১৩, ০৭:০৫:৪৩ সন্ধ্যা

প্রথমে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে সাঈদি আধ্যাতিক শক্তি বলে চাঁদে চলে গেল। বিরাট ব্যাপার কারণ। আমাদের কোন নবী রাসূল সর্বোপোরী সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সঃ)-কে চাঁদের গায়ে দেখা গেল না সেখানে সাঈদিকে চাঁদে দেখা গেল বিষয়টি একটা গোলক ধাধার সৃষ্টি করল। আর বগুড়ায় রাত ৩টায় মাইকিং করে এই ঘোষনা দিলে সেখানে সাঈদি ভক্ত মহিলা ও শিশুরা জড় হয় আর সকালে যে ঘটনা সবার জানা। কিন্তু এই বিষয়ে দেশের বিশিষ্ট আলেমরা তাদের বক্তব্য দিলেও জামাত বা শিবিরের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তারা হয়ত বক্তব্য দেবেও না তারা বলবে এটা আওয়ামীলীগের কাজ। কিন্তু বস্তুত তা নয় বলে আমার মনে হয়।

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File