জামাত শিবির মোড়লদের তো লাশ পড়ল না?
লিখেছেন লিখেছেন গঞ্জিকা সেবক ০৪ মার্চ, ২০১৩, ০৬:১০:০১ সন্ধ্যা
গতকাল দেশবাসী যে নারকিয় যজ্ঞ দেখল সেটা আবার ৭১কে মনে করিয়ে দেয়। জামাত শিবির হরতাল ডেকে আর সাঈদি আর চাঁদের বুড়ি কাহিনী রটিয়ে সাধারণ জনগনকে বিভ্রান্ত করেছে তাদের ওপর সারির কোন নেতা কিন্তু মারা পড়েনি এই হরতালে। যারা দেশব্যাপী মারা গেছে তাদের নামে মাত্র জামাত শিবির কর্মী বলা হচ্ছে। কিন্তু পদধারী কোন জামাত শিবির কর্মীর মৃত্যুর খবর কিন্তু পাওয়া যায়নি। তবে কেন এই পৈচাষিকতা? সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আবার দোষ দেওয়া হচ্ছে আওয়ামীলীগের যারা ভাংচুর, অগ্নিসংযোগের স্বীকার হয়েছে তাদের ভাষ্য এক আর জামাত গংদের ভাষ্য আর এক।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন