জামাত-শিবিরের ঘাটি গুড়িয়ে দেওয়া হোক !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২০ এপ্রিল, ২০১৩, ০৯:১২:১৯ রাত
জামাত-শিবিরের ঘাটি গুড়িয়ে দেওয়া হোক !!
যুদ্ধাপরাধীদের বাচাঁতে জামাত-শিবির যে তান্ডবলীলা চালাচ্ছে তা কখনো বিরোধীদলের আন্দোলন হতে পারেনা ! একে এক প্রকার দেশের বিরুদ্ধে যুদ্ধই বলা যায় ! রেল লাইন তুলে ফেলা , ট্রেন এবং স্টেসনে আগুন দেওয়া , বিদ্দুত কেন্দ্র পুড়িয়ে দেওয়া , পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পিটিয়ে হত্যা করা , থানা লুট করা কখনো গণতান্ত্রিক আন্দোলনের পর্যায়ে পরে না ! জামাত-শিবিরের ধ্বংশাক্তক কার্যক্রম দেখে মনে হয় তারা যেন ,৭১ এ ফিরে গিয়ে দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ! তাই সরকারকে আর ছাড় না দিয়ে এখনি এদের বিরুদ্ধে "অল আউট " অপারেশনে যেতে হবে , টেকনাফ থেকে তেতুলিয়ায় সাড়াশি অভিযান চালিয়ে জামাত-শিবিরের শক্ত ঘাটিগুলি ধুলায় মিশিয়ে দিতে হবে ৷ "পিপিলিকার পাখা উড়ে মরিবার তোরে " --- জামাত-শিবিরের বর্তমান রুদ্রমূর্তি দেখে তাই মনে হচ্ছে ! জামাতিদের মূল শক্তি হলো তাদের শক্তিশালী অর্থনৈতিক কাঠামো এবং প্রশাসনের সর্বস্তরে তাদের নিজস্ব ক্যডার বাহিনী ! তাই সরকারকে এখনি জামাতিদের অর্থনৈতিক কাঠামো ভেঙ্গে দিয়ে প্রশাসনকে "জামাতমুক্ত" করতে হবে ! না হলে এর মুল্য জাতিকে ভবিষ্যতে দিতে হবে করুণভাবে ! জামাতের বি টিম হিসাবে পরিচিত হেফাজতের বিরুদ্ধে একই ব্যবস্থা নিতে হবে ! "গায়ে মানে না আপনে মরল " এর মতই হেফাজতিরা আজকাল কথা-বার্তা বলছে ! ,৭১ এ ধর্মের নামে জামাতিরা যদি পাক বাহিনীর সাহায্যে গ্রামের পর গ্রাম মাটির সাথে মিশিয়ে দিতে পারে , তা হলে স্বাধীন দেশে বর্তমান সরকার তা করবেনা কেনো ? প্রথমে ফটিকচরি দিয়ে শুরু করতে হবে , কেননা '৭১ এ সাকা রা যেভাবে এখানে হত্যা-ধংস্ব লীলা চালিয়েছিল, একই কায়দায় এই সেই দিন ও শান্তিপূর্ণ মিছিলের উপর তা করেছে ! সাকার পরিবার-ক্যডার সহ ফটিকচরিকে ধুলোয় মিশিয়ে দিলে সেখানকার বিদেহী আত্তাগুলি শান্তি পাবে ! একই স্টাইলে দেশের যেখানেই জামাতিদের শক্ত ঘাটি , সেখানেই শক্ত অভিযান চালাতে হবে ! ওরা বাংলাদেশে বহিরাগত অনুপ্রবেশকারী , তাই বাংলাদেশকে জামাত-শিবির মুক্ত করা আমাদের জাতীয় কর্তব্য ! এই মহত কাজে যারা জামাতিদের সাহায্য করবে তাদের কে ও একই শাস্তি ভোগ করতে হবে !
বিষয়: রাজনীতি
১৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন