" বিচারপতি "
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২০ এপ্রিল, ২০১৩, ০৯:০৪:৫৮ রাত
বিচারপতি! বিচার তোমি করবে কি?
আপন স্বার্থে বিবেকটাকে করেছো বিক্রি,
বিবেক বুদ্ধি চিন্তা-চেতনা হক দেকেনা
মিথ্যা দিয়ে করছো তাই বিচার চালনা।
বিচারপতি! তোমি হলে রিমোট চালিত
শাসক গোষ্টি ক্ষমতাধর কর্তৃক নিয়ন্ত্রিত,
বিচারপ্রার্থী মজলুমেরা তোমার নিকট বন্চিত
নিশ্চয় তোমি ও একদিন হবে লান্চিত।
তোমার বিচার হয়না যখন ন্যায় শুদ্ধ
কত মানুষ ব্যথা বেদনায় হয় বাকরোদ্ধ,
না দেখে না শুনে বিচারকার্য করছো সমাপ্ত
তোমার তাগুত প্রভূদের করতে সন্তুষ্ট।
তোমার বিচার করতে যখন জাগবে জনতা
রক্ষা করতে পারবেনা তোমার প্রভূরা,
ক্ষমতার পালাবদলে ওরা ছাড়বে দেশ দলে-দলে
তোমি পড়বে তখন জনতার রোষানলে।
সময় থাকতে হয়ে যাও হুঁশিয়ার
ছেড়ে দাও সকল অবিচার,
ন্যায় বিচারে মহান আল্লাহ খূশী
হয়ে যেতে পার অনন্ত বেহেশতী।
বিচারের নামে নাটকের অবতারনা
হয়েছো তোমি ভিলেন অভিনেতা,
এ বিচারই শেষ বিচার বলে জেনোনা
শেষ বিচার আখেরাতে রক্ষা পাবেনা।
প্রথম পর্ব দুনিয়াতে নিজে যখন বিচারপতি
দ্বিতীয় পর্ব শেষ বিচারে হবে আসামী,
রাজাধিরাজ বিশ্ব-জাহানের মালিক হবেন বিচারপতি
কোন ক্রমেই তাঁর নিকট হতে পাবেনা তোমি মুক্তি।।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন