shudur probasher good experience- If there is a will there is a way
লিখেছেন লিখেছেন উমমে আশফিন ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৮:৫৯ সকাল
নভেমবরের ১ম সপতাহে সময় পরিবরতন করে এক ঘনটা পিছিয়ে দেয়া হয়েছে North Americaতে।
তাই নামাজের সময়ের change হয়ছে।ছেলের বয়স ১০ Grade 5 পড়ছে Canada তে।School time from 8.30-2.50pm.
বাসায় ফিরতেই আসরের সময় হয়ে যায়।যুহুরের নামায নিয়ে worried. ছেলেকে বোঝানো হলো নিজের right নিজেকেই establish করতে হয়।School principal র সাথে দেখা করে যোহরের নামায পরার অনুমতি নেবার।ছেলে বলছে "আমি নারভাস,ওরা যদি নামাজ পড়ার সুযুগ না দেয়।যদি request accepted না হয়"।সাহস দিলাম যদি না হয় তাহলে guardian রা দেখা করবে।
আরো চারজন Bangladeshi আছে ওর class. ইনশাললাহ ওরা সবাই যাবে দেখা করতে। দোআ করছি "হে আললাহ! তুমি ওদের সুজুগ করে দিও সঠিক সময়ে নামাজ পড়ার"।
সময় গড়িয়ে ঘড়ির কাটায় ৩টা বাজে।কলীংবেল বেজে উঠলো এবং দরজা খুলতেই দেখি হাসি মাখা মুখ। কাপড় না খুলেই বলে চলেছে তার জয়ের কথা।মা শুনো আমরা নামাজ পড়ার আনুমতি পেয়েছি এবং একটি রুমে নামাজ আদায় করার সুযুগ করেদিলো। আমি ছেলের বেগে আগেই একটি চাদর দিয়ে রেখেছিলাম। সেই চাদর বিছিয়ে সবাই মিলে একসাথে জামাতের সাথে পড়েছে।আলহামদুলিললাহ.
আমি হঠাত আনমোনা হয়ে পোড়লাম। ছেলে বলছে মা তুমি শুনছো। আমি বললাম- বাবা যে দেশে আমার জনম হয়েছে সেখানে নামাজ পড়ার সুযোগ থাকলেও মসজিদের আযান ভেসে আসলেও সঠিক সময়ে আদায়ের দায়িততবোদটুকু নেই আনেকেরেই। আবার many places সময় দেয়না নামাজ পড়ার।
Within a few days অনেক ছেলেরা আসতে শুরু করলো নামায পড়তে। একটি carpetর ব্যবসথা করেছে ঐ রুমে।Student number increased কিছুদিন পরেই।বনধুরা বলছে আর কাউকে না বলতে। আমি বললাম আকিমুস সালাত যা কুরআনে আছে ৮২ বার।তাই ডাক এবং জামাতের সাথে সালাত আদায় কর। আলহামদুলিললাহ কানাডার school এ যুহুরের নামাজ আদায় করছে till february।
আমরা যে যেখানেই থাকিনা কেনো আমরা যেন নামাজের বেপারে গাফেল না হয়ে যাই এবং সঠিক সময়ে নামাজ আদায় করতে পারি।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন