আমার এনালগই ভালো, ডিজিটাল নয়।

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১২ নভেম্বর, ২০১৪, ০৬:৫৯:২০ সকাল



এগিয়ে চলছি, এগিয়ে চলতেই থাকবোই। দেশ এগিয়ে চলছে সব ক্ষেতে, সেটা বলার অপেক্ষা রাখে না। এনালগ থেকে ডিজিটাল হয়েছি। যদিও একটা দেশের উন্নতির ক্ষেতে এনালগ থেকে ডিজিটাল কিভাবে ভূমিকা রাখে আমার বুঝে আসে না। প্রকৌশল বিজ্ঞান পড়ার সময় এনালগ এবং ডিজিটাল এর পার্থক্য বুজেছিলাম, কিন্তু সেটা একটা দেশের আগে কিভাবে বিশেষন আকারে ডিজিটাল শব্দ ব্যবহৃত হয় আজো বুঝিনি। সম্প্রতি ঢাবি'র এক উজ্বল নক্ষএ আপন প্রতিভায় প্রজ্বলিত হয়ে সম্পূর্ণ অডিও ভিজ্যুয়াল টেকনোলোজীর মাধ্যমে যে ফ্লিম তৈরী করতে চলেছেন তাতে নিশ্চত হয়েছি যে, আসলেই দেশ ডিজিটাল সিস্টেমে এগিয়ে চলছে। এটা কোন ফ্লিম দেখা নয়, একেবারে ফ্লিম মেকার এই ছাএ বয়সেই! বাহ্! বেশ ভালো!

সাথে সাথে এনালগ টাও বুঝলাম ঢাবি'র দুইজন শিক্ষার্থীর তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। গভীর রাতে পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু মাএ রাতের কিছু কীট পতঙ্গ ফ্লিম বানাতে ব্যস্ত তারা ছাড়া। দুই শিক্ষার্থীর তাহাজ্জুদ নামাজ সমাজকে,দেশকে আর জাতীকে ১৫শত বছর পূর্বে সোনালী সমাজকে স্বরন করিয়ে দিয়ে যায়। পিছনে ফিরে দেখা, তাইতো সেটা এনালগ। বহিস্কৃত হতে হয়, সমাজকে পিছনে টেনে নেওয়ার অপরাধে।

সরকার বাহাদুরকে ধন্যবাদ দিতেই হয় ডিজিটাল এই সিস্টেমের মাধ্যমে দেশকে এগিয়ে নিবার জন্য। আমি অবশ্য এনালগই পছন্দ করি, কারন ঐ ডিজিটাল আমাকে জান্নাতের দ্বারপ্রান্তে পোঁছাতে পারবে না।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283472
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩০
কাহাফ লিখেছেন :

বরাবরের মতই অন্য ধরণের স্বাদ পেলাম আপনার লেখনীতে!
আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলিঃ
শত ধিক এমন ডিজিটালের উপর!
শত সাধুবাদ কাংখিত এনালগ কে!!!
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৫
226644
ওরিয়ন ১ লিখেছেন : শত ধিক এমন ডিজিটালের উপর!
শত সাধুবাদ কাংখিত এনালগ কে!!!ঝাঝাকুমুল্লাহ খায়ের

১২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৮
226645
কাহাফ লিখেছেন :
ইনশা আল্লাহ!
সুন্দর প্রতিউত্তরের জন্যে জাযাকাল্লাহু খাইরান আপনাকেও!!
283474
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০১
মামুন লিখেছেন : [b]সরকার বাহাদুরকে ধন্যবাদ দিতেই হয় ডিজিটাল এই সিস্টেমের মাধ্যমে দেশকে এগিয়ে নিবার জন্য। আমি অবশ্য এনালগই পছন্দ করি, কারন ঐ ডিজিটাল আমাকে জান্নাতের দ্বারপ্রান্তে পোঁছাতে পারবে না।[/b লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up Rose Rose Bee
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০৮
226650
ওরিয়ন ১ লিখেছেন : অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য।

১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৩
226655
মামুন লিখেছেন : স্বাগতম।
আমিতো প্রায়ই আপনার ব্লগ বাড়িতে বেড়াতে আসি।Good Luck
283479
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : ভিক্ষে চাই না কুত্তা ঠেকাও ৷
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
226656
ওরিয়ন ১ লিখেছেন :
283531
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডিজিটাল হন,ডিজিটাল ছবি তৈরি করুন!!!
১৩ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩৬
226893
ওরিয়ন ১ লিখেছেন :
283697
১২ নভেম্বর ২০১৪ রাত ১০:৪০
লজিকাল ভাইছা লিখেছেন : আমি এনালগ, ভালো লাগলো আপনার লিখাটি । অনেক ধন্যবাদ আপনাকে।
১৩ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩৫
226892
ওরিয়ন ১ লিখেছেন : লজিকাল ভাইজা, আপনাকে ও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File