আমার এনালগই ভালো, ডিজিটাল নয়।
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১২ নভেম্বর, ২০১৪, ০৬:৫৯:২০ সকাল
এগিয়ে চলছি, এগিয়ে চলতেই থাকবোই। দেশ এগিয়ে চলছে সব ক্ষেতে, সেটা বলার অপেক্ষা রাখে না। এনালগ থেকে ডিজিটাল হয়েছি। যদিও একটা দেশের উন্নতির ক্ষেতে এনালগ থেকে ডিজিটাল কিভাবে ভূমিকা রাখে আমার বুঝে আসে না। প্রকৌশল বিজ্ঞান পড়ার সময় এনালগ এবং ডিজিটাল এর পার্থক্য বুজেছিলাম, কিন্তু সেটা একটা দেশের আগে কিভাবে বিশেষন আকারে ডিজিটাল শব্দ ব্যবহৃত হয় আজো বুঝিনি। সম্প্রতি ঢাবি'র এক উজ্বল নক্ষএ আপন প্রতিভায় প্রজ্বলিত হয়ে সম্পূর্ণ অডিও ভিজ্যুয়াল টেকনোলোজীর মাধ্যমে যে ফ্লিম তৈরী করতে চলেছেন তাতে নিশ্চত হয়েছি যে, আসলেই দেশ ডিজিটাল সিস্টেমে এগিয়ে চলছে। এটা কোন ফ্লিম দেখা নয়, একেবারে ফ্লিম মেকার এই ছাএ বয়সেই! বাহ্! বেশ ভালো!
সাথে সাথে এনালগ টাও বুঝলাম ঢাবি'র দুইজন শিক্ষার্থীর তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। গভীর রাতে পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু মাএ রাতের কিছু কীট পতঙ্গ ফ্লিম বানাতে ব্যস্ত তারা ছাড়া। দুই শিক্ষার্থীর তাহাজ্জুদ নামাজ সমাজকে,দেশকে আর জাতীকে ১৫শত বছর পূর্বে সোনালী সমাজকে স্বরন করিয়ে দিয়ে যায়। পিছনে ফিরে দেখা, তাইতো সেটা এনালগ। বহিস্কৃত হতে হয়, সমাজকে পিছনে টেনে নেওয়ার অপরাধে।
সরকার বাহাদুরকে ধন্যবাদ দিতেই হয় ডিজিটাল এই সিস্টেমের মাধ্যমে দেশকে এগিয়ে নিবার জন্য। আমি অবশ্য এনালগই পছন্দ করি, কারন ঐ ডিজিটাল আমাকে জান্নাতের দ্বারপ্রান্তে পোঁছাতে পারবে না।
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বরাবরের মতই অন্য ধরণের স্বাদ পেলাম আপনার লেখনীতে!
আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলিঃ
শত ধিক এমন ডিজিটালের উপর!
শত সাধুবাদ কাংখিত এনালগ কে!!!
শত সাধুবাদ কাংখিত এনালগ কে!!!ঝাঝাকুমুল্লাহ খায়ের
ইনশা আল্লাহ!
সুন্দর প্রতিউত্তরের জন্যে জাযাকাল্লাহু খাইরান আপনাকেও!!
আমিতো প্রায়ই আপনার ব্লগ বাড়িতে বেড়াতে আসি।
মন্তব্য করতে লগইন করুন