জহুরী জহুর চিনে
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৮ অক্টোবর, ২০১৪, ০৯:৪৪:৪৮ সকাল
একজন সাধারন মুসলমান অন্য আর একজন বিশ্ব প্রভাবশালী কাফের বা মুশরীকের চেয়ে অনেক বেশী মর্ষাদাবান।
ইসলামী আন্দোলনের একজন সাধারন কর্মী অন্য সেক্যুলার রাজনীতির প্রধান বা চেয়ারম্যানের চেয়ে অনেক অনেক বেশী মর্ষাদা বা সম্মানের অধিকারী।
তাহলে কে বা কাহারা শোক বার্তা দেয় নি কিংবা জানাযায় আসেনি, তাতে করে এত হৈ-হূল্লা কিসের আপনাদের?
হেদায়েত সবার কপালে থাকে না, কিংবা আল্লাহ দেন না। আবু লাহাব আল্লাহর রাসূলের চাচা এবং পাশের বাড়ীতে থাকলে ও হেদায়েত পাপ্ত হননি। হয়েছেন জাহান্নামীদের অন্তর্ভূক্ত।
উনারা দীর্ঘদিন জোটভূক্ত থাকলে যে ইসলামী আন্দোলনের মর্ম বুঝবেন সেকথা আপনাকে কে বলছে?
আসল কথা হলো, জহুরী জহুর চিনে। আর তাই তাঁকে চিনেছেন, ইউসূফ আল কারযাভী, খালেদ, এরদোকান এর মত বিশ্ব বরেন্য ইসলামী স্কলার এবং ইসলামী আন্দোলানের সিপাহী শালা'রা।
যার বাবা উনাকে স্যার ডাকতেন, সম্মান করতেন আজ তিনি কিংবা তিনার মা উনাকে যেন চিনতেই পারছেন না।
আমি অবশ্য মোটেই অবাক হইনি, হবার কথাও নয়। আসলেই জহুরী জহুর চিনে আর মাকাল চিনে মাকাল ফল।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন