অবশেষে তাহার ফরিয়াদ..........।
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৭ জুন, ২০১৪, ০৬:১৮:৪৬ সকাল
বাবার মতই নির্বাসিত করেছি দেশ থেকে গণতন্ত্র
ক্ষমতাকে আটকে ধরেছি, চালু করেছি "গুমতন্ত্র"
ক্ষমতায় আসার খোলা রাখিনি কোনো পথ একবিন্দু
আমাকে সরাতে পাড়ি দিতে হবে রক্তস্নাত এক সিন্ধু
আমার খেলওয়াররা একদম পাকা, আমিও নই কচিকাঁচা
পুরিতে পারে আমাকে, পৃথিবীতে তৈরী হয়নি সেই খাঁচা
অপেক্ষা কর, শেষ রাতে আসবে, আল্লাহর মাইর যত
ঘুরে বেড়াবে তখন 'বন্ধুর' হাটেবাতে, পাগলিনীর মত
থাকবেনা সেদিন তোমার পাশে আজকের 'বর্ণচোরারা'
বাবার পাশেও থাকেনি তখন সার্থপর সব শালারা
চানক্ক্যরা হয়না বন্ধু, ইতিহাস যে সাক্ষী দে
ডিগবাজিতে উস্তাদ তারা, দিতে জানেনা, শুধু নে
( সংগৃহীত )
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন