উপহার: রমাদান বুলেটিন ও বিশেষ সিডি "রাহমা"
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৩ জুন, ২০১৪, ০৭:৫৭:৫৮ সকাল
আমাদের দুয়ারে আজ কড়া নাড়ছে এক বিশেষ অতিথি। এমন অতিথি যার আগমনে সাড়া পড়ে যায় যমীনে ও আসমানে! আনন্দের হিল্লোল বয়ে যায় সমগ্র সৃষ্টি জগতে! আলহামদুলি্লাহ। ইসলামী বেতার সিডনী রমাদান উপলক্ষে একটি বিশেষ সাময়িকি ( রমাদান বুলেটিন)ও বিশেষ সিডি "রাহমা" প্রকাশ করেছে। ম্যাগাজিন এবং সিডিতে " সেহেরী থেকে শুরু করে ঈদ পর্ষন্ত" যাবতীয় মাসলা-মাসায়েল এবং মুসলীম উম্মার যাবতীয় করনীয় ও বর্জনীয় দিক সমূহ তুলে ধরা হয়েছে। আসন্ন রামাদানকে আপনার জীবনে অর্থবহ করে তুলতে আমাদের ঐ প্রকাশনা বিশেষ ভূমিকা রাখবে ইনশা-আল্লাহ।
Ramadan Bulletin_RAHAMA
Ramadan Audio CD
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন