ফতোয়া ও শাইখ

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৯ মে, ২০১৪, ১০:১১:৫৯ সকাল

আজকাল অনলাইন জগতে শাইখদের বিচরন চোখে পড়ার মত। নেট, ব্লগ কিংবা ফেইজ বুকে পরম শ্রদ্বেয় শাইখ মোহদয় গন কিলবিল করছে, আপনাকে ফতোয়া দিবার জন্য। শুধু আপনার সমস্যাটার কথা একবার বলুন, দেখবেন চারিদিক থেকে শাইখ-মাশাইয়েখ গন শত শত ফতোয়া নিয়ে হাজির। এই শাইখ গন পারেন না, জানেন না, বুঝেন না শরী্য়তে এমন কিছু নেই বললে চলে। উনাদের এই ফতোয়া দিতে তেমন কোন ডিগ্রী, বা নলেজের দরকার নেই। উপমহাদেশের বড় বড় আলমের বিরুদ্বে ফতোয়া চান? মওদূদী, সাঈদী, নিজামী, জাকির নায়েক এর বিরুদ্বে ফতোয়া চান, নো প্রোব্লেম; এক নিমিষেই ফতোয়া দিয়ে উনাদের কাফের বানিয়ে দিবে। আবার ফরীদ উদ্দিন টাইপ লোককে বানিয়ে দিবে জগত বিখ্যাত শাইখ।

সাহাবী (রাHappy দের কাছে কোন ফতোয়া চাওয়া হলে উনারা একজন আরেকজন কে রেফার করতেন। উমর ফারুক (রাHappy এর কাছে কোন এক ব্যাপারে জানতে চাওয়া হলে, উনি বললেন, এই ঘটনা কি ঘটেছে? বলা হলো, না। উনি বললেন, যখন ঘটনা ঘটবে, তখন আসবে, আর আমি বদরের সাহবীদের ডাকব, তারপর পরামর্শ করে জানানো হবে। আর আমরা কি করছি আজকাল? ডেকে ডেকে মানুষদের কে ফতোয়া দিচ্ছি।

গতকাল একজন ফতোয়া দিলেন, "তাকবীর - আল্লাহু আকবর" এই শ্লোগান দিয়ে মিছিল করা যাবে না। কারন আল্লাহর রাসূলতো এইভাবে মিছিল করেন নাই। জামা্য়াত-শিবির ভাইরা বলুন আপনাদের দলে এত বড় বড় শাইখ থাকতে সিম্পল এই কথাটা আপনারা এতদিন বুজেন নাই?

এই ফতোয়া দানকারী মহান বূজর্গ ব্যক্তিটিকে কি আপনাদের দলে নেয়া যায় না?

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227820
২৯ মে ২০১৪ সকাল ১০:৩৬
ইমরান ভাই লিখেছেন : Big Grin Big Grin Big Grin Surprised Surprised Cool Cool Applause Applause
২৯ মে ২০১৪ দুপুর ০২:১০
174731
নেহায়েৎ লিখেছেন : !!!!!!!!!!!!!!!!!
227827
২৯ মে ২০১৪ সকাল ১০:৫১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ~X At Wits' End At Wits' End At Wits' End

এ কাঠমোল্লার দল ফতোয়া দেয়া ছাড়া আর কিছু্ ভাল পারেনা।
227829
২৯ মে ২০১৪ সকাল ১০:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
227846
২৯ মে ২০১৪ সকাল ১১:৩২
নূর আল আমিন লিখেছেন : ওরা ভার্চুয়াল ময়লানা বাস্তবে এদের কুত্তাও পুছেনা
227866
২৯ মে ২০১৪ সকাল ১১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের ফতোয়াগুলির উৎস দেখলে মনে হয় এই উপমহাদেশ ছাড়া দুনিয়ার আর কোথাও মুসলিম নাই।
২৯ মে ২০১৪ সকাল ১১:৫৬
174672
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সেটাই হচ্ছে কথা। ইসলাম এ উপমহাদেশে যতটা বিকৃত হয়েছে দুনিয়ার আর কোথাও হয়নি। এখানে রাসূলের(স) বিশুদ্ধ হাদীস এর চেয়েও বেশি মূল্যায়ন করা হয় ফিকহ শাস্ত্রকে। অথচ ক্রমানুয়ায়ী হওয়া উচিত- পবিত্র কুরআন> সহীহ হাদীস> ফিকহ শাস্ত্র।
227873
২৯ মে ২০১৪ দুপুর ১২:০৩
দ্য স্লেভ লিখেছেন : সাহাবী (রাHappy দের কাছে কোন ফতোয়া চাওয়া হলে উনারা একজন আরেকজন কে রেফার করতেন। উমর ফারুক (রাHappy এর কাছে কোন এক ব্যাপারে জানতে চাওয়া হলে, উনি বললেন, এই ঘটনা কি ঘটেছে? বলা হলো, না। উনি বললেন, যখন ঘটনা ঘটবে, তখন আসবে, আর আমি বদরের সাহবীদের ডাকব, তারপর পরামর্শ করে জানানো হবে। আর আমরা কি করছি আজকাল? ডেকে ডেকে মানুষদের কে ফতোয়া দিচ্ছি।


আমাদে খালি কলসী
তাই বাজে বেশী
২৯ মে ২০১৪ দুপুর ১২:১৪
174684
ওরিয়ন ১ লিখেছেন : ফতোয়া দিনেল তো, নিজে দায়িত্ব নিয়া নিলেন।
২৯ মে ২০১৪ দুপুর ০১:২২
174702
দ্য স্লেভ লিখেছেন : বিষয়টা রিস্কি,একমাত্র অপরিনামদর্শীরা যথেচ্ছা ফতোয়া দিতে পারে
227912
২৯ মে ২০১৪ দুপুর ০২:১২
নেহায়েৎ লিখেছেন : আল্লাহ সবকিছু ভাল জানেন
228560
৩১ মে ২০১৪ সকাল ০৮:৩৭
টাংসু ফকীর লিখেছেন : ঘটনা অতি সত্য জনাব, যেমন একজন ফকরুল পাগলা বিশিষ্ট ফতোয়াবাজ, সত্যকন্ঠ ইত্যাদি, ফিত্যাদি৤ অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File