বোনটি আমার ছিল আপন, বড়ই আপনজন....

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫০:০৪ সকাল



জানালার কাছে সিটটাতে বসলাম। যশোরগ্রামী বাসটি দ্রুত ছুটতে লাগলো । ঢাকা থেকে যশোর যেতে কতক্ষন লাগবে কে জানে। আজকাল রাস্তায় যে জ্যাম থাকে তাতে আগে থেকে কিছুই বলা যায় না। জানালর কাচ দিয়ে বাহিরে উদাস মনে তাকিয়ে আছি। মনের কোনে বার বার উঁকি দিচ্ছে রুপার মায়াবী মূখখানি। রুপা আমার ছোট বোন। ক্লাস নাইনে পড়ুয়া মেয়েটি বয়সের তুলনায় যেন একটু বেশী পাকা। অবশ্য এর জন্য আমি ও কম দায়ী না। সারাক্ষন ওর সাথে দুষ্টামি করতে ও পাকা হয়ে উঠেছে। এবার ঢাকা থকে ওর পছন্দের কালারের জামা কিনেছি, সাথে অনেক চকলেট ও। রুপা নিশ্চয় অনেক খুশী হবে। ওর মায়াবী গোলগাল চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠলো। ভিতরে ভিতরে আমি পুলকিত বোধ করলাম। রুপাকে আমি অনেক অনেক ভালোবাসি। আর রুপা ও ঠিক তাই। আম্মু, আব্বু, ভাইয়া আপুদের কারো কাছে ও বায়না ধরে না। ওর সকল আবদার এই রুপক ভাইয়ার কাছে। ও আমার সাধ্য জানে, জানে সীমাবদ্বতা ও। আর তাই ওর বায়নাগুলো আমার সাধ্যের লিমিট পার হয় না।

এলোমেলো ভাবতে ভাবতে আমার গাড়ি গন্তব্যে পোঁছল। এবার রিক্সা নিতে হবে। আধাঘন্টার পথ। ততক্ষনে সূর্যি মামা আজকের জন্য বিদায় নিলো। যতই বাড়ীর কাছে আসছি, আমার উদ্দিপনা বাড়তে লাগলো। ভাবছি বাড়ীতে পা দিয়েই প্রথমেই রুপার রুমে ঢুকবো। আর পিছন থেকে ওর চোখদুটো ধরে ওকে চমকে দিবো। এরিমধ্যে রিক্সা বাড়ীর সামনে এসে হাজির। রিক্সা থেকে নেমে বাড়ীতেই ঢুকেই কেমন যেন থতমত খেয়ে গেলাম। শুনসান নিরবতা, রুপার রুমে কোন আলো জ্বলছে না। আমি চুপিসারে মায়ের রুমে ঢুকালাম। দেখি মায়ের বিছানায় রুপা লেপমুড়ি দিয়ে শুয়ে আছে, পাশে মা বসে ওর কপালে ভিজা গামছা দিয়ে মুছে দিচ্ছে। আমাকে দেখেই মা অঝোরে কাঁদতে শুরু করলো। গত তিনদিন যাবত রুপার জ্বর, ১০২ - ১০৩ ডিগ্রী। ডাক্তার বলছে টাইফয়েড হতে পারে। রুপা অনেকটা বেহূশের মত শুয়ে আছে। আমার ঠান্ডা হাতদুটো রুপার কপালে রাখলাম। " আপু, এই আপু আমি তোর রুপক ভাইয়া, চোখ খোল আপু" একটু পরেই রুপা চোখ খুলে তাকালো। " তুই ভালো হয়ে যাবি আপু,কোন চিন্তা করিস না, এই দেখ তোর জন্য কত চকলেট কিনেছি" রুপা যেন কিছুই শুনতে পাচ্ছে না। ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার ছোট বেলার রুপাকে ক্ষেপানো সেই কথাটি মনে পড়লো, " আপু এই জানু, জানু তুই কালকের মধ্যেই ভালো হয়ে যাবি" এবার রুপার ঠোটে ফুটে উঠলো এক চিলতে হাসি, আর চোখে দিয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুর বন্যা.........।.আর সেই সাথে আমার চোখ দুটো ও কখন যেন ভিজে উঠল টের পাইনি...........................

বিষয়: সাহিত্য

২৩৭৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173603
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৫
আওণ রাহ'বার লিখেছেন : মায়ায় জড়ানো বাধনগুলো আল্লাহর অশেষ নেয়ামত।
আমি সিঙ্গেল নো ভাই নো বোন তাই এ ভালোবাসা একটু কমই বুঝি।
সুন্দর লিখনীর জন্য অনেক ধন্যবাদ ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৮
127131
ওরিয়ন ১ লিখেছেন : সেই মায়ায় জড়ানো বাধঁনগুলো এখন কেবলই স্মৃতি। জীবন ও জীবিকার তাগিদে স্হায়ীভাবে পাড়ি জমিয়েছি বিদেশ ভুঁইয়ে। তবুও ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়, দেশ আমার, মাটি আমার আর সোনলী ফ্রেমে বাঁধানো সেই হারানো দিনগুলির কথা। আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।
173606
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৭
ওরিয়ন ১ লিখেছেন : সেই মায়ায় জড়ানো বাধঁনগুলো এখন কেবলই স্মৃতি। জীবন ও জীবিকার তাগিদে স্হায়ীভাবে পাড়ি জমিয়েছি বিদেশ ভুঁইয়ে। তবুও ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়, দেশ আমার, মাটি আমার আর সোনলী ফ্রেমে বাঁধানো সেই হারানো দিনগুলির কথা। আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।
173637
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
সিটিজি৪বিডি লিখেছেন : আমার ও আপুর কথা মনে পড়ে গেল.......এই প্রবাস থেকে শুধুই দোয়া আর কিই বা করতে পারি? ভাল থাকবেন।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১২
127448
ওরিয়ন ১ লিখেছেন : আল্লাহ আপনার আপুকে ইহকালীন ও পরকালীন শান্তি দান করুক, আমীন।
173796
০৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বোনের প্রতি ভাইয়ের ভালবাসা দেখে হিংসা হচ্ছে। আপনাদের জন্য অনেক অনেক দুয়া রইলো
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৫
127449
ওরিয়ন ১ লিখেছেন : হা হা হা। হিংসা হচ্ছে বুঝি! আপনার জন্য ও দোয়া থাকলো। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন।
174099
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৮
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৫
127486
ওরিয়ন ১ লিখেছেন : স্বাগতম। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File