চরম প্রতিশোধ
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১৪ অক্টোবর, ২০১৩, ০৭:২৮:০৭ সকাল
হায়েনাদের দিন মনে হয় শেষ হয়ে আসছে। আর তাইতো টিকে থাকার সেকি আপ্রান প্রচেষ্টা ওদের। গন গেপ্তার, এলোপাতাড়ি গুলি আর অকথ্য অত্যাচারের পরিমান বেড়ে যাচ্ছে দিনের পর দিন। দিন যত ঘনিয়ে আসছে, আমার মুষ্টিবদ্ব হাত তত শক্ত হয় আসছে। ক্যলেন্ডার এর পাতায় দাগ দিচ্ছি প্রতিদিন। আর মাএ ১০ দিন বাকী। আমার কাছে ১০ বছর এর মত মনে হচ্ছে। ক্যলেন্ডার এর তারিখ গুলোর উপর প্রতিদিন বেশ কয়েকবার চোখ বুলাই। দিন যেন আর ফুরাতে চায় না। অনেকগুলো প্রিয় ভাই চিরতরে হারিয়ে গেল। সাথী বৈঠক, দায়িত্বশীল বৈঠক, টি,সি; টি,এস; ইউনিট বৈঠক আর রাজপথের মিছিলে প্রিয় মুখগুলো আর দেখিনা। যদিও রাজপথের মিছিল প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নতুন নতুন শত শত ভাইয়েরা যোগ দিচ্ছে শহীদি এই কাফেলায়। কারা অন্দ্বকারে একাকী মানবেতর জীবন কাটাচ্ছে কত চেনা প্রিয় মুখ। ইদানিং আমার কান্না আসে না। আর কত কান্না করব? মনের মধ্যে চাপা ক্ষোভ, একরাশ ঘৃনা আর প্রতিশোধের লেলিহান অগ্নিশিখা। ইচ্ছে করে নিমিষেই জ্বলে পুড়ে ছারখার করে দেই জালিমের মসনদ।
খোদার কসম খেয়ে বলছি " এবার আমি প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। এই প্রতিশোধ সরকারের কোন মিনিষ্টারের উপর নয়, নয় কোন ছাএলীগ, যুবলীগ আর আওয়ামীলীগের উপর, কিংবা পুলিশ লীগের উপর ও নয়। যে কুরানের কর্মী হওয়ার কারনে তোরা আমাদের শতরু ( enemy) হয়েছিস, সে কুরআন কে বাংলাদেশের সংবিধান হিসাবে প্রতিষ্ঠত করে আমরা তোদের উপর চরম প্রতিশোধ নিব ইন -শাহ আল্লাহ।
বিষয়: বিবিধ
১৬৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন