ছাএ শিবিরকে তোরা কি মনে করছিস!!!!!!!!!
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৮ মে, ২০১৩, ০৬:১২:২৫ সকাল
আমরা বুঝতে পারছি না, শিবিরকে ওরা কি মনে করছে??আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি! স্বাধীনতা দিবসের মিছিলে গুলি!মানব বন্দ্বনে গুলি! মেসে হামলা ও গেফতার, হল থেকে বিতাড়িত,বাসায় বাসায় তল্লাশী, থানায় ও রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন,ইচ্ছে করে হাতে পায়ে গুলি করে পংগু করে দেয়া, চোখ উপড়ে ফেলা, চোখ ঝলসে দেওয়া, পুরুষাংগে আঘাত, ইলেকটিক শক্। উফ্!আর বলতে পারছি না। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে- ঐ শুকুনীর দল, শুধু একবার বল, আমদের অপরাধ কি?? আমরা কি এদেশে জন্ম নেয়নি? আমাদের কি কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার নেই? আমারা তো চাই তোর সন্তানটা জাহান্নাম থেকে মুক্তি পাক,আমারা তো চাই তোর মেয়েটা বখাটে ছেলেদের থেকে মুক্তি পাক,আমারা তো চাই তোকে আল্লাহ সুবাহানাতাল্লাহ চিরসুখের জান্নাতুল ফেরদৌস নসীব করুক। শুধু এরি জন্য তুই আমাকে পিটাবি, মারবি, পংগু করবি?? ওরে অবুঝ, নাদান আমি তো তোরই ভালো চাচ্ছি। এখনো সময় আছে বুঝার চেষ্টা কর, নতুবা আল্লাহ সুবাহানাতাল্লাহর ওয়াদা মতে আল্লাহর ওলীদের ( বন্দ্বু)সাথে বেয়াদবি করার কারনে কঠিন পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করছে তোদের জন্য জাহান্নামে।
বিষয়: বিবিধ
২৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন