♪♪__তিতা কথা-(১)__♪♪ ===>>>^^^^<<<===

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৩ জুলাই, ২০১৬, ০২:২১:৪৯ দুপুর

♪♪__তিতা কথা-(১)__♪♪

===>>>^^^^<<<===

আক্কেল আলী তার বন্ধু সবজান্তাকে বলল,

দোস্ত আজকে সকাল বেলা ১৩৬০ টাকা ইনকাম করলাম, সাথে একটি নতুন ছাতাও পেলাম।

সবজান্তাঃ কিভাবে?

আক্কেল আলীঃ সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েই বৃষ্টির মুখোমুখি হলাম। গলির মুখে অনেক্ষণ দাঁড়িয়েও রিক্সা পেলাম না। এমনিতে পাবলিকে গেলে খরছ হয় ৫ টাকা, রিক্সায় গেলে ৩০ টাকা। আসতে যেতে ১ দিনে ৬০ টাকা রিক্সায় গেলে ৬ দিনে ৩৬০ টাকা। বুদ্ধি করে পাশের বাবুর দোকান থেকে ৩৫০ টাকায় একটি নতুন রঙ্গিন ছাতা কিনে নিলাম।

সবজান্তাঃ বুঝলাম, তবে এটা বুঝলাম না যে এতে ১৩৬০ টাকা ইনকাম হল কি করে?

আক্কেল আলীঃ তোর নাম যে কেন সবজান্তা সেটাই আমি আজ পর্যন্ত বুঝলাম না।

সবজান্তাঃ আমি আবার কি করলাম। তোর দেয়া হিসেবে ৩৬০ টাকা বুঝে পেলাম, বাকিটার হিসাব দিবিনা!

আক্কেল আলীঃ ধর বৃষ্টিতে ভেজার ফলে আমার প্রচন্ড জ্বর হল। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ফিস আর ওষুধ দিয়ে ১০০০ টাকা হাতিয়ে নিলেন। এখন ছাতা কেনার ফলে আমাকে ভিজতে হয়নি বলে আমার জ্বরও হল। ফলে আর ডাক্তারের কাছে গিয়ে ১০০০ টাকা খরছও হল না। সুতরাং ঐ ১ হাজার টাকাও আমার ইনকামে যোগ হল। এবার বুঝেছিস হাদারাম!

সবজান্তাঃ পেয়ে গেছি!

আক্কেল আলীঃ কি পেয়ে গেছিস?

সবজান্তাঃ আমার ইনকামের হিসাব।

আক্কেল আলীঃ তোর আবার কিসের ইনকাম, কত টাকা?

সবজান্তাঃ ৫৩০ টাকা।

আক্কেল আলীঃ কিভাবে?

সবজান্তাঃ জ্বর বলে তুকে দেখতে যেতাম। ২ কেজি আম ১৮০ টাকা, ১ কেজি মাল্টা ১৫০ টাকা। মোট ৫৩০ টাকা আমার ইনকাম হল।

আক্কেল আলীঃ মানলাম, তোর কথায় যুক্তি আছে। এজন্যই তুই সবজান্তা। কিন্তু তোর অংক মিলে না, হিসাবে গড়মিল অাছে।

সবজান্তাঃ আরে গাধা! কেন যে তোর নাম আক্কেল আলী হল! তুই আমার আসা যাওয়ার টেক্সি ভাড়া হিসাব করবি না!!!

=========================================

পাঠকের আগ্রহ থাকলে প্রতি মঙ্গলবার একটি করে ♪♪তিতা কথা♪♪ উপহার দিতে চাই.........

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374532
১৩ জুলাই ২০১৬ দুপুর ০২:২৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর লাগল আক্কেল আলী আর সবজান্তার সাক্ষাৎকার। তাছাড়া পাঠকেরা চাইলেই কিছু লিখবেন আর না চাইলে মাউসের গায়ে হাত দিবেন না। সেটা কোন ধরনের ইচ্ছা হল!

আপনি প্রতি মঙ্গলবারেই লিখতে থাকুন। অন্যদিন ব্লগে আসি কিংবা না আসি মঙ্গলবারে অমঙ্গলের কাজ হবেনা। ধন্যবাদ
১৩ জুলাই ২০১৬ দুপুর ০৩:২৭
310725
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাউসের গায়ে হাত দিব না সেটা বলিনি।
মাউস/কলম তো এখন আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে।
আপনার পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ।
দোয়া করবেন।Good Luck
374557
১৩ জুলাই ২০১৬ রাত ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : শুনব না মানে? আলবৎ শুনব। আপনারা ডুবদিলে উঠতে অনেক দেরী করেন। প্লীজ নিয়মিত হন।
১৪ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৭
310780
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনারা ডুবদিলে উঠতে অনেক দেরী করেন।
হাসতেই আছি আপনার মন্তব্য পড়ে।
আগে তো কাজ কম ছিল, ব্লগিং এর মাধ্যমে অনলাইন থেকে অফলাইনে ছড়িয়ে পড়েছে কাজের পরিধি। তাই ব্লগে ফিরে আসতে একটু দেরী হয়। সব তো ব্লগেরই অবদান।
আপনাদের দোয়া......Praying Praying Praying
374575
১৩ জুলাই ২০১৬ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিসাব দেখে মনে হইল আমিই চার্টার্ড একাউন্টেন্ট হয়ে গেছি!!!!
১৪ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৭
310781
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্যাখ্যা করুন.........:Thinking
374953
১৯ জুলাই ২০১৬ বিকাল ০৫:৫০
বাকপ্রবাস লিখেছেন : অতি হিসাবে গাজন নষ্ট হয় কিনা ভাবছি.....মজা পাচ্ছি, চলতে থাকুক
১৯ জুলাই ২০১৬ রাত ০৮:০৯
310990
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হা হা হা
গাজন কিন্তু নষ্ট হতেই পারে।
...Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File