সৌদি আরব এখন পর্যন্ত ২৫ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৭:৫৬ রাত
আন্তর্জাতিক ও সামাজিক মিডিয়ায় সিরীয় শরণার্থীদের জন্য সৌদি সরকার কিছু করছেনা বলে যে অভিযোগ করে যাচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন সৌদি আরবের পররাস্ট্র মন্ত্রণালয় ।
২০১১ সালের সিরীয় গৃহযুদ্ধের শুরু থেকে সৌদি আরব তাদের জন্য যা যা করেছে:
# আড়াই মিলিয়ন (২৫ লাখ) সিরিয়ান নাগরিককে আশ্রয় দিয়েছে সৌদি আরব।
# তাদের মধ্যে কয়েক লাখ ইতোমধ্য সৌদি আরবের আক্বামা (রেসেডেন্সি পারমিট) পেয়েছেন।
# সৌদি আরব সিরীয় শরণার্থীদের মর্যাদা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে শরণার্থী ক্যাম্পে না রাখার নীতি গ্রহণ করেছে।
# সৌদি কর্মকর্তা বলেন, সিরিয়ান ভাই-বোনদের জন্য তাদের দূঃখের দিনে কী করছি তা বলে বেড়াতে চাইনি। সৌদি আরব সিরিয়ার এই সমস্যাকে ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে। ফলে ভুক্তভোগীদের কষ্ট লাগবে আমরা কী করছি তা বুক ফুলিয়ে বলতে বা মিডিয়া কভারেজ পেতে আমরা আগ্রহী নয়।
# তিনি জানান, ২০১১ সালের পর থেকে সৌদি আরব ২৫ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়ে কোনো শরণার্থী ক্যাম্প ছাড়াই তাদের জন্য কাজ এবং থাকার ব্যবস্থা করেছে। সৌদিতে থাকার এবং ইচ্ছামতো যে কোন জায়গায় যাতায়াত করার অনুমতি দেয়া হয়েছে।
# তাদের মধ্যে কয়েক লাখকে ইতোমধ্যে বৈধ রেসিডেন্সি পারমিট দেয়া হয়েছে। বৈধ রেসিডেন্সি পারমিটের অধীনে তারা কাজ করার, বিনা টাকায় চিকিৎসা সেবা পাওয়া এবং স্কুল-কলেজে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
# ২০১২ সালে জারি করা একটি রাজকীয় আদেশেই এমন নির্দেশনা দেয়া হয়েছিল বলেও কর্মকর্তা জানান।
# সরকারি হিসাব অনুযায়ী, এর পর থেকে সৌদিতে ১ লাখের বেশি সিরিয়ান শিক্ষার্থী সরকারি স্কুলে পড়াশোনা করছে।
# এর বাইরেও অন্যান্য দেশে আশ্রয় নেয়া সিরিয়ানদের জন্য সব সময় মানবিক সহায়তা প্রদান করছে সৌদি সরকার। ক্যাশ এবং পণ্য দ্রব্যের মাধ্যমে পাঠানো সেসব সহায়তার আর্থিক পরিমাণ ৭০০ মিলিয়ন ডলার। এটি চলতি বছরের মার্চে তৃতীয় বিশ্বমানবিক সহায়তা প্রার্থনা সম্মেলনে এ তথ্য দেয়া হয়।
সূত্র: আল জাজিরার বরাতে আরটিএনএন (লিংক কমেন্টে)
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিংক আসেনি
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
লিংক ২নং মন্তব্যে দেয়া হয়েছে ভাইজান ।
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/8/40/119622
অথচ বাস্তবতা অনেক দূর। শেয়ার করার জন্য ধন্যবাদ
বিষয়টি জনসম্মুখে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন