ডা.এড্রিক সাজিশন বেকার কে মানবসেবার জন্য মরনোত্তর সম্মাননায় ভূষিত করা হোক
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৫:৩০ রাত
তিনি নিজ পরিবার পরিজন ছেড়ে নিজের মাতৃভূমি সূদুর নিউজিল্যান্ড ত্যাগ করে বাংলাদেশে এসে মানবসেবায় আত্মনিয়োগ করেছিলেন ।
১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুরগড় এলাকার অসহায় দরিদ্ররোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন ।
ডা.এ.এস. বেকার টাঙ্গাইলের মধুপুর গড়ে চার একর জমির উপর ‘কাইলাকুড়ি হেলথ কেয়ার সেন্টার’ প্রতিষ্ঠিত করেছিলেন । সেখানে তিনি দরিদ্র গ্রাম বাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন । গ্রাম বাসীরা তাঁকে ‘ডাক্তার ভাই’ বলে ডাকত ।
৩/৪ বছর আগে ইত্যাদিতে দেখেছিলাম ড.এড্রিক সাজিশন বেকারকে ।
গতকাল বেলা ২টায় তিনি ৭৪ বছর বয়সে নিজের প্রতিষ্ঠিত হেলথ কেয়ারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
তাঁর মানবদরদী কাজের জন্য এলাকাবাসীর দাবীর মুখে বাংলাদেশ সরকার গতবছর ২০১৪ সালের ৫ই আগষ্ট ডা.এ.এস বেকারকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন ।
মানব সেবায় যারা নিজেকে উৎসর্গ করে দিয়ে জীবনের অর্থ খুঁজে পান ডা. এড্রিক সাজিশন বেকার তাদের একজন ।
উপকারীর উপকার স্বীকার করা কৃতজ্ঞতার লক্ষণ । আর কোন উপকারীকে পুরস্কৃত হয় তাহলে এরকম উপকারী সেবক তৈরী হতে মানুষ উদ্বুদ্ধ হয় ।
তাই ডা.এড্রিক সাজিশন বেকারকে মরণোত্তর সম্মাননা দেয়া হোক ।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে
আপনাকে ধন্যবাদ
সহমত পোষন করার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন