ফেসবুকের ভাংতি ষ্ট্যাটাস - (৪).........[ফেসবুকে প্রকাশিত]

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৫ জুন, ২০১৫, ০২:৩৭:৩২ দুপুর



১৪. টুটি চেপে ধরে আমজনতার দাবীকে কেউ কোনদিন দাবীয়ে রাখতে পেরেছে কি ? না পারেনি, ইতিহাস অন্তত তাই বলে । ক্ষমতায় থাকাকালীন এরশাদকে লোহমানব বলা হত । ক্ষমতা ছাড়ার ছয় ঘন্টা আগেও কেউ বুঝতে পারেনি সেই লোহ মানব ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, অতচ তাই হয়েছিল । আমজনতার দাবী এমনই । শেষ পর্যন্ত নয় বছরেরর রাজার দশ বছরের সাজা হয়েছিল ।

প্রকৃতির নিয়ম কিন্তু ঠিকই আছে, কোন অদল-বদল বা অনিয়ম নেই । সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকেই অস্ত যাচ্ছে । সঠিক নিয়মেই আম গাছে ফুল ও ফল আসছে । নিয়ম মানছি না কেবল আমরাই, আমরা নিজেরা আইন করে আবার তা নিজেদের স্বার্থে বদল করছি এবং আমজনতার চাওয়া-পাওয়া কে জলাঞ্জলী দিচ্ছি । মনে করছি ক্ষমতা চিরস্থায়ী এবং হাতের নাগালের সব ক্ষমতা ও শক্তিকে দেশের মানুষের বিরুদ্ধে প্রয়োগ করছি । অবস্থা এমনই যে আমি যেটা বলছি সেটাই শুনতে হবে এবং মানতে হবে । সেই দিন কি আর আছে ? দিন বদলাইছে না ? দেশ ডিজিটাল হইছে না ! সেদিন গরু বাজার থেকে আসার সময় রাস্তায় ওভার টেক করেছে বলে দু’তালা বাস থেকে যাত্রীরা নেমে, কার, পাজারু সবাইকে পিছন যেতে বাধ্য করেছে । প্রাইভেট গাড়ীর মালিকেরা কোন প্রতিবাদ করতে পারেনি , কারণ তারা ওভারটেক করে ট্রাফিক আইন অমান্য করেছিন । আমি ভাবলাম দেশ আসলেই বদলাইছে....

তবে এই মূহুর্তে দেশের এই চলমান সংকটে যেটা আমি অভাব ফিল করছি তা হচ্ছে সংকট নিরসনে সফল কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে । এগিয়ে আসতে কাউকে না কাউকে ত্রাণ কর্তার ভূমিকায় । প্রাণের চেয়ে প্রিয় দেশটিতে আরে কোন ক্ষয়ক্ষতি দেখতে ইচ্ছে হচ্ছে না ।



===================================্

১৫.কোরবানীর সাথে টিভি চ্যানেল সমূহের বিশেষ অনুষ্ঠানের সম্পর্ক কি ?

মুসলমানদের জন্য ঈদ-উল আজহা হচ্ছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি দিন । আল্লাহপাকের রাহে নিজের সর্বাধিক প্রিয় বস্তুটি কোরবানীর জন্য উৎসর্গ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন হযরত ইব্রাহিম (আHappy । এই ঈদ কে উপলক্ষ করে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো সুবিশাল প্যাকেজ সমৃদ্ধ অনুষ্ঠান সূচীর ঘোষণা দিয়ে আসছে । ২ সপ্তাহ আগে থেকে বিজ্ঞাপন দিয়ে আসা এই সব অনুষ্ঠানের সাথে কোরবানীর কি সম্পর্ক আমি বুঝতে পারছি না । অনেকেই সেজে গুজে এই সব প্রোগ্রাম দেখার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন । তাদের ভাবখানা এমন যে কোরবানের ঈদ মানে হচ্ছে টিভি চ্যানেল সমূহের ঐ সব বিনোদীত অনুষ্ঠান সমূহ দেখা । হায়রে পোড়া কপালী মুসলমান !!!



===================================্

১৬.প্রিয় দেশটি লন্ডভন্ড হবার পর, অর্থনৈতিকভাবে পঙ্গু হবার পর, জানমালের অপুরনীয় ক্ষতি হবার পর, বন্ধু রাস্ট্রসমূহের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হবার পর, পারস্পরিক সামাজিক বন্ধনসমূহ ছিন্ন হবার পর, বৈদেশিক সাহায্য আসা বন্ধ হবার পর, অরক্ষিত বর্ডারে বিশৃংখলা সৃষ্টির পর, যে সমাধানে এসে সহিংতার পরিসমাপ্তি হবে তা এখনই হয়ে গেলে কতই না ভাল হত । সে সমাধান পেতে চাইলে দেখতে হবে- ‘ইতিহাস’ ।



====================================্

১৭. ঢাকা থেকে ঘুরে এলাম

২৫ঘন্টার জার্নিতে ১৯ ঘন্টা কেটেছে এম্বুলেন্সে । বাকী ৬ ঘন্টার দেড় ঘন্টা স্কয়ার হাসপাতালে এবং সাড়ে চার ঘন্টা এ্যাপোলো হাসপাতালে কেটেছে । ঢাকা থেকে বের হওয়ার সময় চিটাগাং রোড পর্যন্ত জ্যামটি আর গেল না ! আর সিতাকৃন্ড থেকে চট্টগ্রামের অলংকার পর্যন্ত জ্যামটি সবচেয়ে বিরক্তিকর । এই বিরিক্তিকর জ্যাম এর সহজ সমাধান হচ্ছে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে কে চার লাইন বিশিষ্ট করা যা গত সাড়ে তিন বছর আগে শুরু হয়েছিল । দেশের অর্থনীতির জন্যই এটা জরুরী । চট্টগ্রাম বন্দর দিয়ে ইম্পোর্ট-এক্সপোর্ট কাজে মাল আনা নেয়ার ট্রাক ও লরীগুলোই বেশী জ্যামের কারণ ও স্বীকার । ওদিকে ঠিক মত মাল বন্দরে পৌছাতে না পারলে শিপমেন্ট এ দেরী হতে পারে, এতে বিদেশীরা অর্ডার কেন্সেলও করে দিতে পারে । তাই ঢাকা-চট্টগ্রাম এর হাইওয়েকে চারলাইন বিশিষ্ট করা সময়ের দাবী । চট্টগ্রামের উন্নয়ণ বান্ধব সরকার কি আমরা কোন সময় পাব না ?



====================================্

১৮.লক্ষ্য করুন... চুন আর দই এক জিনিস নয় তবে জিনিস দুটি দেখতে একই রকম, কেউ যদি দই মনে করে চুনে-মাখা ভাত খেয়ে ফেলে অথবা চুনের শরবত পান করে, তার মুখ-গলা-পেটের যে অবস্থা হবে...... আমার মনে হয়- কসাই কাদেরের অপরাধ কাদের মোল্লার উপর চাপিয়ে শাস্তি বাস্তবায়ন করলেও ঐ চুন-খাওয়া লোকের মত একই অবস্থা হবে । ............ আপনি কি বলেন ?



===================================্

১৯.



====================================্

২০.October 9, 2013 • Edited •.....মনে হচ্ছে ধুঁয়া পান করে গিলে ফেলার অভ্যাস করতে হবে...

কিছুটা শব্দ করে ধূঁয়া বের হলেই সন্ধেহ করা হচ্ছে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়েছে । গতপরশু থেকে লালখাঁন বাজার মাদ্রাসায় শব্দ আর ধূঁয়া নিয়ে সৃষ্ট ধুম্রজাল ক্রমেই জটিল হচ্ছে... ২জন মারা গেল, মামলা হল, মাদ্রাসা বন্ধ হল, গ্রেফতার হলেন... আবার ৭১শে টিভির অফিস থেকে নাকি ধূঁয়া বের হয়েছে, তাই ধারণা করা হচ্ছে ওখানেও বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়েছে । মাদ্রাসা বা টিভি অফিস কোনটাই বোনা বানাবার জন্য উপযুক্ত স্থান নয়, তবু বলা হচ্ছে এবং মামলা সহ একশান নেয়া হচ্ছে । ঘঠনাক্রমে মনে হচ্ছে ভবিষ্যতে কোন বাসা বাড়ি থেকে ধূঁয়া বের হতে দেখলেই বলা হবে ঐ বাসায় বোমা বানানো হচ্ছে । তাই ধূঁয়াগুলো গিলে হজম করে না ফেললে ঐ ধূঁয়াই আপনাকে বিপদে ফেলতে পারে । সুতরাং শুরু করে দিন ধূঁয়া গেলার অভ্যাস রপ্ত করা ।



===================================্

২১. May 15, 2014 • .....ফেসবুকের একবন্ধু ইনবক্সে চ্যাট করতে চাইলে তাকে জিঙ্গেস করলাম সে ব্লগার কিনা সে তাড়াতাড়ী বলল না না ভাই আমি ব্লগার না আমি মুসলিম !



===================================্

আগের ভাংতি ষ্ট্যাটাস গুলো:

Good Luck ফেসবুকের ভাংতি ষ্ট্যাটাস-(৩)

Good Luck ফেসবুকের ভাংতি ষ্ট্যাটাস - ( ২ ) Thumbs Up

Good Luck ফেসবুকের ভাংতি ষ্ট্যাটাস - ( ১ ) Thumbs Up

Rose Rose Rose

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325951
১৫ জুন ২০১৫ বিকাল ০৪:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এরশাদ লৌহমানব ছিল এই প্রথম আপনার লেখা থেকে জানলাম!এরশাদ ছিল নপুংশক, স্বৈরশাসক!! ধন্যবাদ বস ধন্যবাদ।
১৫ জুন ২০১৫ বিকাল ০৪:২০
268178
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এরশাদ ক্ষমতায় থাকাবস্থায় এমন কঠোর আচরণ করেছে যে মনে হয়েছে এরশাদকে কেউ হঠাতে পারবেনা । এরশাদ যদি শুধু নপুংশকই হত তাহলে ন বছর সে ক্ষমতায় টিকে থাকতে পারতনা ।
যাই হোক বাস্তবতা হচ্ছে সেই এরশাদও একসময় ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্যে ।
১৫ জুন ২০১৫ বিকাল ০৫:৩৩
268181
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সাম্রাজ্যবাদের কালো হাত কারো মাথার উপর আর্শীবাদ হিসেবে থাকলে সবাই লৌহ মানব হতে পারে। আর বর্তমানেও তো লৌহ মানবীর আবির্ভাব ঘটেছে। আমরা তার লৌহপিষ্ট শাসন উপভোগ করছি নিদারুণভাবে।ধন্যবাদ আপনাকেও।
325952
১৫ জুন ২০১৫ বিকাল ০৪:৩৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ জুন ২০১৫ বিকাল ০৪:৪৮
268179
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম ।
আপনাকেও ধন্যবাদ ।Good Luck
326029
১৫ জুন ২০১৫ রাত ১১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন সেই জাতি যারা মাথা উঁচু করে চলতে ভুলে গেছে।
১৬ জুন ২০১৫ দুপুর ০৩:৩২
268432
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক বলেছেন । দিন দিন যেন হিজড়াতে পরিণত হচ্ছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File