উপস্থিত বুদ্ধি
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১০ মে, ২০১৫, ০৫:৩২:০৩ বিকাল
উপস্থিত বুদ্ধি
--------------------->>>
বাহার মিয়ার ছাত্র জীবন ।
দৃশ্যপট চট্টগ্রাম পলিটেকনিক ইনিষ্টিটিউট’র একটি ক্লাসরুম । ইলেক্ট্রিক্যাল ডিপার্টম্যান্টের ম্যাথের ক্লাস । যতদুর মনে পড়ে ছিদ্দিক স্যারের ক্লাস । ক্লাসের ৩য় সারিতে বসা একটি ছেলে তার সামনের সারিতে অন্য একটি ছেলেকে উসকানি দিয়ে রাগাতে চেষ্টা করছিল । সামনের সারির ছেলেটি একটু খিটখিটে মেজাজের ছিল বলে তাকে রাগানো খুব সহজ ছিল, তাছাড়া ছেলেটি ক্লাসে হালকা ঝিমুচ্ছিল । পেছনের ছেলেটি কাগজের টুকরোকে ম্যাচের কাঠিরমত বানিয়ে ঐ ছেলেটির কানের মধ্যে সুড়সুড়ি দিচ্ছিল । সামনের ছেলেটি বিরক্তি প্রকাশ করলেও ক্লাসে স্যার থাকায় বেশীকিছু প্রতিকৃয়া দেখাতে পারছিলনা ।
কিন্তু সহ্যের একটি সীমা আছে, পিছনের ছেলেটা একটু পরপর সুড়সুড়ি দিতেই আছে । শেষ পর্যন্ত সামনে বসা ছেলেটির পক্ষে আর সহ্য করা সম্ভব হলনা । সে অতর্তিকে দাড়িয়ে ডান হাতে যত শক্তি আছে সব শক্তি হাতের তালুতে জমা করে ঠাস-সসসসসসসসস করে একটি চড় মেরে দিল ।
নিরিবিলি ক্লাসরুমে চড়ের শব্দটি এমন হল:
যেন বিয়ে বাড়ির পটকা,
যেন রিকসার চাকা পাম্চার ।
ক্লাসে কয়েকজন মেয়েও ছিল, ক্লাসের সবাই চমকে উঠল, স্যারও অবাক হলেন।
রুমের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে স্যার রাগান্বিত হয়ে ডাস্টার হাতে চোঁখ লাল করে ছেলেটির দিকে তেড়ে আসতে চাইলেন ।
অবস্থা বেগতিক দেখে চড় খাওয়া পেছনের ছেলেটি দাড়িয়ে ঝটপট বলে দিলেন স্যার আমি ওকে মাপ করে দিয়েছি । স্যার থমকে গেলেন । যেখানে ভিকটিম ক্ষমা করে দিল সেখানে বিচার চলেনা ।
পাশে বসা বাহার মিয়া তো পুরাটাই ব্যান । কি তীক্ষ্ম বুদ্ধিরে বাবা ।
ছেলেটির বাড়ি ছিল নোয়াখালী ।
আর যে চড় মেরেছিল তার বাড়ি ছিল রাজশাহী বিভাগে ।
বিষয়: বিবিধ
২১৯৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে ।
আপনাকেক সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন