উপস্থিত বুদ্ধি Thinking Thinking

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১০ মে, ২০১৫, ০৫:৩২:০৩ বিকাল

উপস্থিত বুদ্ধি

--------------------->>>

বাহার মিয়ার ছাত্র জীবন ।

দৃশ্যপট চট্টগ্রাম পলিটেকনিক ইনিষ্টিটিউট’র একটি ক্লাসরুম । ইলেক্ট্রিক্যাল ডিপার্টম্যান্টের ম্যাথের ক্লাস । যতদুর মনে পড়ে ছিদ্দিক স্যারের ক্লাস । ক্লাসের ৩য় সারিতে বসা একটি ছেলে তার সামনের সারিতে অন্য একটি ছেলেকে উসকানি দিয়ে রাগাতে চেষ্টা করছিল । সামনের সারির ছেলেটি একটু খিটখিটে মেজাজের ছিল বলে তাকে রাগানো খুব সহজ ছিল, তাছাড়া ছেলেটি ক্লাসে হালকা ঝিমুচ্ছিল । পেছনের ছেলেটি কাগজের টুকরোকে ম্যাচের কাঠিরমত বানিয়ে ঐ ছেলেটির কানের মধ্যে সুড়সুড়ি দিচ্ছিল । সামনের ছেলেটি বিরক্তি প্রকাশ করলেও ক্লাসে স্যার থাকায় বেশীকিছু প্রতিকৃয়া দেখাতে পারছিলনা ।

কিন্তু সহ্যের একটি সীমা আছে, পিছনের ছেলেটা একটু পরপর সুড়সুড়ি দিতেই আছে । শেষ পর্যন্ত সামনে বসা ছেলেটির পক্ষে আর সহ্য করা সম্ভব হলনা । সে অতর্তিকে দাড়িয়ে ডান হাতে যত শক্তি আছে সব শক্তি হাতের তালুতে জমা করে ঠাস-সসসসসসসসস করে একটি চড় মেরে দিল ।

নিরিবিলি ক্লাসরুমে চড়ের শব্দটি এমন হল:

যেন বিয়ে বাড়ির পটকা,

যেন রিকসার চাকা পাম্চার ।

ক্লাসে কয়েকজন মেয়েও ছিল, ক্লাসের সবাই চমকে উঠল, স্যারও অবাক হলেন।

রুমের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে স্যার রাগান্বিত হয়ে ডাস্টার হাতে চোঁখ লাল করে ছেলেটির দিকে তেড়ে আসতে চাইলেন ।

অবস্থা বেগতিক দেখে চড় খাওয়া পেছনের ছেলেটি দাড়িয়ে ঝটপট বলে দিলেন স্যার আমি ওকে মাপ করে দিয়েছি । স্যার থমকে গেলেন । যেখানে ভিকটিম ক্ষমা করে দিল সেখানে বিচার চলেনা । It Wasn't Me!

পাশে বসা বাহার মিয়া তো পুরাটাই ব্যান । কি তীক্ষ্ম বুদ্ধিরে বাবা ।

ছেলেটির বাড়ি ছিল নোয়াখালী ।

আর যে চড় মেরেছিল তার বাড়ি ছিল রাজশাহী বিভাগে ।

বিষয়: বিবিধ

২১৯৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319258
১০ মে ২০১৫ বিকাল ০৫:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাইরটা তো তারই খাওয়ার কথা!!!
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
260374
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ছেলেটির উপস্থিত বুদ্ধিতে আমি এতই মুগ্ধ হয়েছিলাম যে তা কোনদিন ভুলতে পারিনি ।
319260
১০ মে ২০১৫ বিকাল ০৫:৫৩
বাকপ্রবাস লিখেছেন : মজার ঘটনা, তবে অণুগল্প হয়নি, অণুগল্পের বিশেষ কিছু উপকরণ আছে, ছোট গল্প আর অণুগল্পেরও পার্থক্য আছে, বকবকানির জন্য সরিরররররর
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
260372
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আয়নার মত সমালোচক হচ্ছে লেখকের প্রকৃত বন্ধু.....Happy>-
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
260376
বাকপ্রবাস লিখেছেন : Waiting Applause Winking) :D/ Happy>- MOney Eyes Good Luck Good Luck
319264
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০০
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১০
260375
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ । অনেকদিন আপনার কোন সাড়াশব্দ পাচ্ছিনা হাবিবুল্লাহ ভাই । Good Luck
319276
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
শেখের পোলা লিখেছেন : 'একেই বলে নিদ্রা'৷তেমন আরকি৷ ধন্যবাদ৷
১১ মে ২০১৫ সকাল ১১:০৩
260480
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি ঠিক বলেছেন । এখন মনে পড়ছে ছেলেটি হালকা ঝিমুচ্ছিল । কিন্তু আপনি কেমনে জানলেন আমি বুঝতে পারছিনা ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
260529
শেখের পোলা লিখেছেন : সেই গল্পটা কি ভুলে গেছেন? ছেলেদের হৈ হল্লার মাঝেও স্যার ক্লাশে ঘুমিয়ে পড়তেন৷ এমনই এক ঘুমের মাঝে ক্লাশে হঠাৎ ইনেস্পেক্টরের আগমন৷ হৈ হল্লা হঠাৎ বন্ধ, আর তাতেই স্যারের ঘুম ভেঙ্গে গেল৷ দেখলেন, দরজায় ইনেস্পেক্টর খাড়া৷ স্যার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, 'বাবারা বুঝলে, একেই বলে নিদ্রা৷
319280
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
অনেক পথ বাকি লিখেছেন : চরম বস চরম Thumbs Up
১১ মে ২০১৫ সকাল ১১:০৪
260481
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : চরম বলেই তো ২৫ বছরেও মন থেকে মুছেনি । তবে নোয়াখালীর লোকের জবাব নেইApplause
319281
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
আহসান সাদী লিখেছেন : ৮৯/৯০'র ঘটনা। উনারা এখন কে কোথায়?
১১ মে ২০১৫ সকাল ১১:০৪
260482
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : নারে ভাই, তখন থেকেই ওদের সাথে যোগাযোগ নেই । আমি ঐ কোর্স শেষ করিনি । Angel
319303
১০ মে ২০১৫ রাত ০৯:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : wonderful!! ধন্যবাদ
১১ মে ২০১৫ সকাল ১১:০৫
260483
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck
319330
১১ মে ২০১৫ রাত ১২:১৪
সাদিয়া মুকিম লিখেছেন : অংকক্লাস তো তাই মনোযোগ নেই আর কি Worried। নোয়াখালির মানুষের বুদ্ধি বেশি এমনিতেই এই প্রবাদ চালু হয় নি দেখছি Happy!
১১ মে ২০১৫ সকাল ১১:১১
260487
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অংক ক্লাসে আমার চোঁখের ঘুমও নিমিশে চলে যেত । মনোযোগী হওয়ার কারণে । যাদের কাছে অংক বিরক্ত লাগে তাদের অবশ্য ক্লাসে ঘুম আসারই কথা । যাই হোক, নোয়াখালীর মানুষের উপস্থিত বুদ্ধি সেদিন আমাকে চমকিত করেছিল ।
আপনাকেক সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck Good Luck
319439
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : লিখাটি পড়ে সেই ছাত্র জীবনের কথাগুলো মনে পড়ে গেল। এইরকম নানান ঘটনায় ভরপুর ছিল ছাত্র জীবন। ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
১২ মে ২০১৫ দুপুর ০১:৩০
260669
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File