মানুষ রাজনৈতিক জীব
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০২ এপ্রিল, ২০১৫, ০১:৩৭:৪৩ দুপুর
রাজনীতিকে,
কেউ জীবন হিসেবে নেয়
কেউ জীবিকা হেসেবে নেয়
কেউ ঢাল হিসেবে নেয়
কেউ তলোয়ার হিসেবে নেয় ।
কেউ সেবক হিসেবে নেয়
কেউ শোষক হিসেবে নেয়
কেউ রোগ হিসেবে নেয়
কেউ পাথ্য হিসেবে নেয়।
কেউ করে জনতার তরে
কেউ দলীয় করণ করে ।
কেউ ফুলে ফেফে হয় কলাগাছ
কেউ পরিস্থিতির স্বীকারে করে বাদরনাচ,
কেউ ফুলবাবু হয়ে থাকে বর সেজে
কেউ বিছানা না পেয়ে পড়েথাকে মেঝে।
কেউ করে অবিচার দূর্বলের উপর
কেউ বলে বিচার মানি কলাগাছ আমার,
কেউ মালিক হতে চায় হাজার কোটি টাকার
কেউ পায়না অধিকার ফুটপাতে থাকার ।
আমি ভাই রাজনীতির প্যাচ বুঝি কম
যখনই বুঝতে চাই বন্ধ হতে চায় দম,
এই নীতির বৃত্তান্ত লিখতে ক্ষয়ে যাবে নীব
এটুকুই বলা যায় মানুষ রাজনৈতিক জীব ।।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যখনই বুঝতে চাই বন্ধ হতে চায় দম
আমারও একই কথা
আমরা সাধারন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই।
জাজাকাল্লাহু খাইর।
তবে ভালো হয়েছে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন