সাবাশ বাংলাদেশে, সাবাশRoseRoseRose

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৯ মার্চ, ২০১৫, ০৬:০৫:৪৩ সন্ধ্যা

Rose বিজয়ের উল্লাসে নাচচে মাটি, নাচচে মানুষ আরো সবিতা

Rose হৃদয়ের কন্দরে, হেড অফিসের বন্দরে হুড়মুড় বের হয় কবিতা ।

Rose নারী-শিশু-বৃদ্ধ-যুবা আজিকার এই আনন্দ উল্লাসে

Rose বাংলার আঁকাশে বাতাসে আনন্দের ফুল ঝুরি

দিনেও আঁকাশে চাঁদ হাসে ।

Rose বীর শ্রেষ্ট সূর্য সন্তান সাত থেকে হল যেন আজি এগারোতে,

Roseমারহাবা মারহাবা

Roseবুকখানি খুলে দিলাম এসো হে ঝাপিয়ে আমার এই খোলা বুকেতে .

Roseবর্ষার রিমঝিম বারিধারা বৃষ্টির মত মনে বাজে আনন্দের সুর,

Rose কে বলেছে পারিনা আমরা জেটিয়ে বিদায় করিতে হতাশা দূর ।

Rose দেখ আকাশ, দেখ মাটি, দেখ দুনিয়ার কোটি-কোটি, কোটি-কোটি চোঁখে,

Rose যারা কামনায় ছিল বাংলার পরাজয়

শত চুনকালি পড়েছে তাদের মুখে ।

Rose আজি ষোল কোটি মানুষের মনে বাজে আনন্দের বীন,

Rose বিজয়ের খুশিতে আত্বহারা পুলকিত মন- তা-ধীন, তা-ধীন ।

Rose মালিকের দরবারে আজি লুঠিয়ে পড়িতে ইচ্ছে জাগে মনে ,

Rose প্রশ্নজাগে মালিক আল্লাহ মোদের সাথে স্বার্বক্ষনিক নেই কোনখানে ।

Rose সুন্দর বনের সুন্দরী গাছ ছেড়ে বেরুল বুঝি রয়েল-বে-টাইগার,

Rose টাইগারের হুংকারে প্রতিপক্ষ কুপোকাত এমন বিজয় আসুক বারবার ।

Rose মহাদেশ বিজয় হল আর কারো ধারী নাকো ধার ।

Rose অনুপ্রেরনায় উজ্জীবিত মোরা শক্তি-যোগালো আজি সামনে এগোবার ।

RoseRoseRoseRoseRoseRoseRoseRoseRoseRose

RoseRoseRoseRoseRoseRoseRoseRoseRose

RoseRoseRoseRoseRoseRose

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308069
০৯ মার্চ ২০১৫ রাত ০৮:০২
308080
০৯ মার্চ ২০১৫ রাত ০৮:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নাচতে নাচতে কোমরের বিয়ারিং ফেইল মারছে। এত আনন্দ বিশ্বকাপ পাইলে পামু না। Bee
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:৪০
249876
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি হাড়ভাঙ্গা ডাক্তারের সাথে যোগাযোগ করুন ।Tongue
308095
০৯ মার্চ ২০১৫ রাত ০৯:৫৯
হতভাগা লিখেছেন : কোয়ার্টার ফাইনালে ভারতকে পাবার সম্ভাবনাই বেশী ।

অনেক হিসাব মিলানোর ব্যাপার আছে সেখানে ।
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:৪১
249878
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হিসাব টা আপনি অগ্রিম মিলিয়ে দেননা, দেখি আপনার দুরদর্শীতা ।Waiting
১৫ মার্চ ২০১৫ দুপুর ০১:৫৮
250026
হতভাগা লিখেছেন : বন্ধু দেশ , ৭১ এ সাহায্য করেছে । এমন বন্ধুকে কি হারানো যায় ?
308101
০৯ মার্চ ২০১৫ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিক হিক হিক!!!
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:৪১
249879
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হাসলেন নাকি কাদলেন :Thinking
308111
০৯ মার্চ ২০১৫ রাত ১১:৫৮
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:৪২
249881
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : লাইক কি আমারে দিলেন ? নাকি বাংলাদেশ দলকে দিলেন ক্লিয়ার করেন আগে, তারপর ধন্যবাদ দিব ।Angel
308151
১০ মার্চ ২০১৫ সকাল ১০:৫৩
প্রবাসী যাযাবর লিখেছেন : ভালো লাগলো
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:৪৩
249882
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File