সংলাপ চাই......

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৯:১৬ সকাল



সংলাপ চাই

-------------

নেতারা সব হৈছে নাকি

অন্ধ বধির বোবা,

এমনতরে চলতে থাকলে

দেশতো হবে ডোবা ।

আসুন সবাই একটি কদম

আগ বাড়িয়ে আসি (সংলাপ),

ডোবা হবার আগেই সবার

ফুটুক মুখে হাসি ।।

-চাটিগাঁ থেকে বাহার

১৫/০২/২০১৫

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304566
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৬
কাহাফ লিখেছেন :
শুধুই সংলাপ নয়!একটি সুন্দর অর্থকরী সংলাপ বিদ্যমান সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২৫
246351
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রাইট, আমি আপনার সাথে একমত । সংলাপের বাহানায় সময় ক্ষ্যাপনও কাম্য নয় । ধন্যবাদ আপনাকে ।
304576
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সংলাপ দিযে কি বা হবে।

দেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তন এর চেষ্টা না করলে!!
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৮
248033
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দেশের মানুষ কি নিজের ভাগ্য বদল করার ব্যাপারে আন্তরিক ?
304584
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৭
হতভাগা লিখেছেন : সংলাপে কোন কাজ হয় না । মাইর চালাতে হয় , মাইর । এটাই দুনিয়ার নিয়ম ।

যার মাইর যত ইফেক্টিভ সেই যায় ক্ষমতায় ।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৯
248034
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি আপনার সাথে একমত । পেশীর শক্তির জোরেই দেশটি শাসন হয়ে আসছে ।
304588
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৬
প্রবাসী যাযাবর লিখেছেন : দেশের মানুষ যদি একসাথে সরকারকে রাজস্ব দেয়া বন্ধ করে দেয় তাহলে সরকার পটল তুলতে বাধ্য হবে ।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৯
248035
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Waiting Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File