সরকারের হুশ হতে আর কয় ঘন্টা লাগবে ????

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৪ মার্চ, ২০১৩, ১০:০১:২২ সকাল

শাহবাগের কিছু মানুষের অন্যায় আব্দারের কাছে নত স্বীকার করে যদি ট্রাইবুনাল একজন মানুষের ফাঁসির রায় দিতে পারে.... অতচ তাদের দাবীতে ১জন লোককেও প্রাণ দিতে হয়নি ।

আজকে হাজার হাজার মানুষ শত শত শাহবাগের মত চত্বর করে দাবী করে যাচ্ছে সেই রায় বাতিল করতে, তাহলে সেই রায় বাতিল হবে না কেন ? দাবীর পক্ষে ১০০ জনেরও বেশী লোক প্রাণ দিল, মহিলারা পর্যন্ত দাবী নিয়ে ঘর থেকে বের হয়ে পড়েছে, তবুও কি ট্রাইবুনাল তা আমলে নিয়ে রায় বাতিল করবে না ?

রায় এর পক্ষে ১ ঘন্টাও কক্সবাজার বিচ্ছিন্ন ছিল না অতচ রায়ের বিপক্ষে আজ ৫ দিন পর্যন্ত কক্সবাজারকে দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে আপামর জনতা... রাজপথ এখন জনতার দখলে ।

ঘূর্ণীঝড় যখন আসে তখন কেউ যদি চোঁখ বন্ধ করে রাখে তাহলে কি ‍ঘূর্ণীঝড়ের ক্ষয়ক্ষতি থেকে সে বা তার আশপাশ সুসজ্জিত থাকবে ?

সরকারের হুশ হতে আর কয় ঘন্টা লাগবে ????

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File